রবিবার, ৭ জুলাই, ২০১৩ ০০:০০ টা

মুক্তচিন্তার প্রকাশ বিপজ্জনক

মুক্তচিন্তার প্রকাশ বিপজ্জনক

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির বিকাশের পথ নিয়ে এখন আলোচনা করা নিরাপদ নয়। রাজনৈতিক চিন্তাভাবনার প্রকাশ ঘটানোও দুর্যোগপূর্ণ হয়ে উঠেছে। মুক্তচিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে গেলে সভা ভণ্ডুল করা হবে, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হতে হবে- এমন ভীতি এখন দেশে বিরাজ করছে। দেশে এ রকম অবক্ষয়ের রাজনীতি চলতে থাকলে নির্বাচনের মাধ্যমে কোনো সমস্যা-সংকটেরও সমাধান হবে না। এ বিষয়টি রাজনৈতিক দল ও নেতাদের বোঝা উচিত। গতকাল দুপুরে সিলেটে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠী বেকার। তাদের কর্মসংস্থানের লক্ষ্যে আমাদের এগিয়ে আসতে হবে। দেশ শুধু রাজনীতিবিদদের নয়। আমাদের দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে। রাজনীতি না করলেও দেশ নিয়ে এবং জাতীয় সংসদে সর্বস্তরের মানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে। সত্যিকার অর্থে দেশপ্রেম নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশের সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দিন দিন নাগরিকদের অধিকারের জায়গা সংকুচিত হয়ে আসছে। মানুষের মনে ভয়ভীতি ও সংশয় কাজ করছে। আমাদের এই ভীতি কাটিয়ে উঠতে হবে। তা না হলে আমাদের সবসময় কোণঠাসা হয়ে থাকতে হবে। নির্বাচন গণতন্ত্রের একটিমাত্র অঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এর বাইরেও গণতন্ত্রের আরও অনেক অনুষঙ্গ রয়েছে। দেশের গণতন্ত্রের স্বার্থে এগুলোও শক্তিশালী করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের ধারাকে আরও বিস্তৃত করতে হবে। তিনি বলেন, শক্তিশালী গণতন্ত্র ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আমাদের দাবিগুলো রাজনীতিবিদদের কাছে নিয়ে যেতে হবে। এ দাবির সঙ্গে রাষ্ট্র, রাজনৈতিক সংস্কৃতি, অর্থনৈতিক সমৃদ্ধি, আঞ্চলিক ও বিশ্বায়নের চিন্তা একত্রিত করতে হবে। আদিবাসী প্রসঙ্গে তিনি বলেন, আদিবাসী নিয়ে অভ্যন্তরীণ রাজনীতি আছে। এটি আক্ষরিক ব্যাখ্যা থেকে প্রত্যয়গত ব্যাখ্যায় গেছে। আদি শব্দ বলতে আগে বসবাসকারী বা আদি বসবাসকারী বলে যে কথা ও চিন্তাভাবনা মানুষের মাঝে রয়েছে তা বাদ দিয়ে প্রত্যয়গত ধারণার ওপর জোর দিতে হবে।

 

 

সর্বশেষ খবর