রবিবার, ৭ জুলাই, ২০১৩ ০০:০০ টা

আরও তিন পৌরসভা হারাল আওয়ামী লীগ

ক্ষমতাসীন আওয়ামী লীগ হারাল আরও তিন পৌরসভা। গতকাল অনুষ্ঠিত পৌর নির্বাচনে নোয়াখালীর সোনাইমুড়িতে বিএনপি সমর্থিত প্রার্থী, আড়াইহাজার ও গোপালদীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
নোয়াখালী : সোনাইমুড়ি পৌরসভায় মেয়র পদে বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী মো. মোতাহের হোসেন মানিক ৪ হাজার ৫২১ ভোট পেয়ে ৭৩৩ ভোটের ব্যবধানে দোয়াত-কলম প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চশমা প্রতীকে ভিপি নুরুল হক চৌধুরী। তিনি পেয়েছেন ৩ হাজার ৭৮৮ ভোট। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। পৌরসভার ৯ ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ভোটাররা ভোট দেন। ভোটার সংখ্যা ১৯ হাজার ৮২০ জন।
আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় তালা প্রতীক নিয়ে হাবিবুর রহমান ও গোপালদী পৌরসভায় আনারস প্রতীক নিয়ে হালিম শিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তারা দুজনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। রাত সাড়ে ৯টায় দুটি পৌরসভার ৯টি করে ১৮টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। আড়াইহাজারে ১২ জন মেয়র প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। ভোটার ছিলেন ১৭ হাজার ১৩৭ জন। এ পৌরসভায় প্রায় ৭৫ শতাংশ ভোট কাস্ট হয়। এর মধ্যে তালা প্রতীকে আওয়ামী লীগ নেতা তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পেয়েছেন ৫ হাজার ১৯২ ভোট। অন্যদিকে গোপালদী পৌরসভায় তিনজন মেয়র প্রার্থী ছিলেন। ভোটার ২৪ হাজার ৫২৩ জন। এ পৌরসভায়ও ৭০ ভাগ ভোট পড়েছে। এর মধ্যে হালিম শিকদার আনারস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৭১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আবুল বাশার কাসু কাপ-পিরিচে পেয়েছেন ৬ হাজার ১০৭ ভোট।

সর্বশেষ খবর