রবিবার, ১৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা
আজ থেকে শক্ত বাজার মনিটরিং

কারসাজি করলেই তাৎক্ষণিক শাস্তি

রাজধানী ঢাকাসহ সারা দেশের বাজারগুলোতে পণ্যের মূল্য তালিকা টাঙ্গানো আছে কিনা, পরিমাপ যন্ত্রের মাপ ঠিক আছে কিনা, কোনো পণ্যে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে আজ থেকে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিমগুলোর পাশাপাশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরাও বাজার মনিটরিং করবেন। এ মনিটরিং টিমগুলো কোনো দোকানদারের বিরুদ্ধে পণ্যের দাম বেশি নিলে এবং দোকানে মূল্য তালিকা না পেলে তাৎক্ষণিক শাস্তি দেবে। শাস্তির মধ্যে আর্থিক জরিমানা, সেই সঙ্গে জেলও হতে পারে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ রাজধানীর নিউমার্কেট, পলাশী, ঢাকশ্বেরী মন্দির কাঁচাবাজার পরিদর্শন করবে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টিম। এ ছাড়া মিরপুর-১, কল্যাণপুর ও গাবতলী বাজার পরিদর্শন করবে অপর একটি টিম। মনিটরিং টিমে কৃষি, স্বরাষ্ট্র, খাদ্য মন্ত্রণালয়, এফবিসিসিআইর একজন করে প্রতিনিধি ও ঢাকা জেলা প্রশাসন থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এ ছাড়া স্থানীয় পুলিশের সদস্যরা থাকবেন। বাজার পরিদর্শনকালে প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো রয়েছে কিনা তা নিশ্চিত করবে কমিটি। ওজনে কম দেওয়া হচ্ছে কিনা বা দাম বেশি নেওয়া হচ্ছে কিনা এসব বিষয় যাচাই করবে মনিটরিং কমিটি। এসব টিম বাজার মনিটরিং শেষে সরকারের কাছে প্রতিবেদন জমা দেবে। সেই সঙ্গে বাজার স্বাভাবিক রাখতে সরকারের করণীয় সম্পর্কে পরামর্শ দেবে।

সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা ১৪টি বাজার মনিটরিং টিমই আজ থেকে মাঠে নামছে। এ ছাড়া সারা দেশের ৬৪ জেলায় জেলা প্রশাসকদের নেতৃত্বেও মনিটরিং টিমগুলোকে সক্রিয় করা হচ্ছে। এ বিষয়ে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রোজা শুরুর আগেই বাজারে তদারকি বাড়ানো হয়েছে। আজ থেকে তা আরও জোরদার করা হচ্ছে। নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মতে, রোজার শুরুতেই রাজধানীসহ সারা দেশের বাজারে অত্যাবশ্যকীয় কিছু নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কোনো কারণ ছাড়াই চাল, ডাল, তেল, পিয়াজ, রসুন, ছোলা, খেজুরের দাম বেড়েছে। এ ছাড়া বেগুন, পটল, কাঁচামরিচসহ প্রায় সব ধরনের সবজির দামও বেড়েছে।

সর্বশেষ খবর