বুধবার, ২৪ জুলাই, ২০১৩ ০০:০০ টা

আচরণবিধি পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সংসদ নির্বাচনের জন্য আচরণবিধি পরিবর্তনের এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া আচরণবিধি পরিবর্তনের দরকার আছে কি না তাও দেখতে হবে। এটা এখনো মাঠ পর্যায়েই আছে। আগে দেখতে হবে সচিবালয়ের খসড়ায় কি আছে। আমরা এখনো দেখিনি খসড়ায় কি আছে। এ বিষয়ে কোনো কমিশন বৈঠকও হয়নি। গতকাল ইসি সচিবালয়ে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি পরিবর্তন হচ্ছে কি না এমন প্রশ্নে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, আমি খবরের কাগজে দেখেছি, সংসদ নির্বাচনের জন্য আচরণবিধি পরিবর্তন ও চূড়ান্ত করা হয়েছে। কিন্তু আমরা এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি।

বিগত কমিশন আচরণবিধি সংশোধনের ক্ষেত্রে রাজনৈতিক দলের পরামর্শ নিয়েছিল, আপনারা নেবেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি 'মাইনর' কোনো 'চেঞ্জ' থাকে, তাহলে কারও কোনো পরামর্শ নেওয়া হবে না। আর 'মেজর' পরিবর্তনের দরকার থাকলে, তার সময় আমাদের আছে কি না তাও দেখতে হবে। নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের প্রতিক্রিয়ায় জানতে চাইলে সিইসি মৃদু হেসে বলেন, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। সিইসি কাজী রকিব জানান, স্থানীয় সরকারের চার স্তরের জন্য (ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও সিটি করপোরেশন) বিদ্যমান আলাদা আলাদা আচরণবিধিকে 'সমরূপ' করার চিন্তাভাবনা রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য চার/পাঁচটা আচরণবিধি রয়েছে। একই জিনিস একেক জায়গায় একেক রকম। সেগুলোকে স্টান্ডরাইজড করার চিন্তাভাবনা হয়েছে। সেটা আমরা ভবিষ্যতে করব, বলেন তিনি।

সর্বশেষ খবর