বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা

দোষী প্রমাণ হলে ব্যবস্থা : আশরাফ

সংসদ সদস্য গোলাম মাওলা রনি আদালতে দোষী প্রমাণিত হলে দলও ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, আইন যদি ব্যবস্থা নেয় তাহলে অবশ্যই দলও ব্যবস্থা নেবে। রনি গ্রেফতার হওয়ার পর স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গতকাল বিকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন। সাংবাদিক পেটানোর ঘটনায় হত্যাচেষ্টার মামলায় পরোয়ানা জারির দেড় ঘণ্টার মাথায় গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সৈয়দ আশরাফ বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। তাকে (রনি) আদালতে হাজির করা হবে। আইন সবকিছুর উপরে। কেউ যদি অন্যায় করে আইনের মাধ্যমেই তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দোষী সাব্যস্ত হলে রনির নিজেরই রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন আশরাফ।

সর্বশেষ খবর