বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩ ০০:০০ টা

মোরশেদের রিমান্ড শুনানি আজ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার যাত্রী মীর মো. শাহনেওয়াজ মোরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গতকাল তাকে আদালতে হাজির করা হলে আদালত আজ রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠান। পতেঙ্গা থানার ওসি সাহাবুদ্দীন বলেন, 'মোরশেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।' পতেঙ্গা থানা পুলিশ জানায়, মোরশেদের বিরুদ্ধে চোরাচালান আইনে কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিউল আলম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় মোরশেদকে একমাত্র আসামি করা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার মাস্কাট থেকে ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমানে আসা যাত্রী মোরশেদের কাছ থেকে ১৭ কেজি ২ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার লাগেজ তল্লাশি করে আরও ৪০০ গ্রাম স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।

সর্বশেষ খবর