বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা
তারেকের কারামুক্তি দিবস পালিত

প্রধানমন্ত্রী দেশকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন : ফখরুল

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ঢাকাসহ সারা দেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ষষ্ঠ কারামুক্তি দিবস পালিত হয়েছে। বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বলেন, 'আওয়ামী লীগ যাকে গণতন্ত্রের মানসকন্যা বলে, সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অন্ধকার সুড়ঙ্গের দিকে ঠেলে দিচ্ছেন।'

অনুষ্ঠানে তারেক রহমানকে নিয়ে ড. কে এ এম শাহাদাত হোসেন মণ্ডল সম্পাদিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মির্জা ফখরুল আলোচনা সভায় সভাপতিত্ব করেন। অংশ নেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, ড. মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. খন্দকার মোস্তাহিদুর রহমান, সাংবাদিক শওকত মাহমুদ, কামাল উদ্দিন সবুজ, কবি আবদুল হাই শিকদার প্রমুখ।

ফখরুল বলেন, 'বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যেখানে প্রতিহিংসা, দুর্নীতি, হীনম্মন্যতা, কটূক্তিসর্বস্ব হয়ে উঠেছে, সেখানে তারেক রহমান ব্যতিক্রম। তিনি স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সংগ্রামের প্রতীক। তিনি স্বপ্ন দেখান, আলোর পথ দেখান। তারেক রহমান অসাধারণ মেধাবী সংগঠক, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এ কারণেই তার বিরুদ্ধে এবং জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিন্তু বারবার ধ্বংসের ষড়যন্ত্র হলেও ফিনিঙ্ পাখির মতো জেগে ওঠে তার সৌরভ ছড়িয়ে দেবে বিএনপিকে।'

তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে। অন্যদিকে, সারা দেশে শোভাযাত্রা বের করে ছাত্রদল। সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়াও মির্জা ফখরুল সকালে কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এক বৈঠকে অংশ নেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, 'যুদ্ধাপরাধীরা ভোটার থাকতে পারবেন না_মন্ত্রিসভায় এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পেয়েছে। এটি সম্পূর্ণ বেআইনি, মৌলিক মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী।' সর্বোচ্চ আদালতে নিষ্পত্তির আগে দণ্ডপ্রাপ্তদের ভোটাধিকারের বিষয়ে সিদ্ধান্ত না নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ষষ্ঠ কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে সারা দেশে মিছিল, সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, তারেক রহমান সুস্থ হয়ে যেদিন বীরের বেশে দেশে ফিরবেন সেদিন কোটি কোটি জনতা তাকে স্বাগত জানাবেন। ষড়যন্ত্র করে তার অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। বগুড়া জেলা বিএনপির উদ্যোগে শহরের পৌর পার্কে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে আরও উপস্থিত ছিলেন হেলালুজ্জামান তালুকদার লালু, জয়নাল আবেদীন চাঁন, মীর শাহে আলম, সংসদ সদস্য একেএম হাফিজুর রহমান, মোহাম্মদ শোকরানা, রেজাউল করিম বাদশা, লাভলী রহমান, শেখ তাহা উদ্দিন নাহিন, মাফতুন আহম্মেদ খান রুবেল, সিপার আল বখতিয়ার, শাহ মেহেদী হাসান হিমু, মাহমুদ শরীফ মিঠু, অ্যাড. নাজমুল হুদা পপন প্রমুখ।

সুনামগঞ্জ : তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে উপজেলা সদরের পূর্ববাজারে আয়োজিত জনভায় তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হককে সুনামগঞ্জ-১ আসন থেকে আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা। জনসভায় টেলিফোনে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন। এতে আরও বক্তব্য দেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুর রব, জনাব আলী, বোরহান উদ্দিন, রাখাব উদ্দিন, আলী হায়দার, খসরুল আলম, রুহুল আমিন, আবদুস সামাদ প্রমুখ।

যশোর : শামসুল হুদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য তরিকুল ইসলাম, অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, ফারাজী মতিয়ার রহমান প্রমুখ।

বরিশাল : সিটি মেয়র আহসান হাবিব কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিলকিস জাহান শিরিন, আজিজুল হক আক্কাস, সুলতান আহমেদ খান, হাবিবুর রহমান টিপু প্রমুখ।

সিলেট : আবু সালেহ শামীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আবদুল আহাদ খান জামাল। সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সমাবেশে বক্তব্য দেন আনোয়ার হোসেন সুজন, জহির হোসেন প্রমুখ। জেলা ছাত্রদলের সমাবেশে বক্তব্য দেন সৈয়দ সাফেক মাহবুব, মাহফুজুল করিম জেহিন প্রমুখ। মহানগর ছাত্রদলের সমাবেশে উপস্থিত ছিলেন নূরুল আলম সিদ্দিকী খালেদ, সালাউদ্দিন আহমদ মামুন প্রমুখ।

রাজশাহী : মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইকবাল হোসেন মাহমুদ টুকু। এ সময় উপস্থিত ছিলেন হারুন-অর-রশিদ, সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।

চট্টগ্রাম : সিরাজউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আবদুল হামিদ পিন্টু, আজম উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, বজল আহম্মেদ প্রমুখ। গাজী মোহাম্মদ সিরাজ উল্লার সভাপতিত্বে অপর এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ডা. শাহাদাত হোসেন।

কুমিল্লা : চান্দিনা বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরকত উল্লাহ বুলু। খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মফিজ উদ্দিন ভূইয়া, শাহ্ মোহাম্মদ আলমগীর খান, মহিবুল আলম স্বপন প্রমুখ।

জামালপুর : সজীব খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অ্যাড. শাহ্ ওয়ারেছ আলী মামুন, আহসানুজ্জামান রুমেল প্রমুখ।

ময়মনসিংহ : তানভীরুল ইসলাম টুটুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। অপরদিকে ইয়ার মাহমুদের নেতৃত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখা অপর একটি র্যালি বের করে। পরে এক সমাবেশে বক্তব্য দেন জসিম উদ্দিন জনি, রুহুল আমীন, আবদুস সালাম রাসেল প্রমুখ।

পিরোজপুর : শহরের দলীয় কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য দেন গাজী নুরুজ্জামান বাবুল, আলমগীর হোসেন প্রমুখ। এ ছাড়া স্বরূপকাঠি ইন্দেরহাটে আলোচনা সভায় বক্তব্য দেন ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সোহেল মৃধা, নুরুজ্জামান, গোলাম কিবরিয়া প্রমুখ।

টাঙ্গাইল : শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখেন, সুলতান সালাউদ্দিন টুকু, শামছুল আলম তোফা, ছাইদুল হক ছাদু প্রমুখ।

গোপালগঞ্জ : মনিরুজ্জামান পিনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কেএম হামিদুল হক দুলাল, আবুল হাসান টুটুল, অ্যাড. তৌফিকুল ইসলাম প্রমুখ।

সিরাজগঞ্জ : মজিবুর রহমান লেবুর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। এতে বক্তব্য দেন অ্যাড. মোকাদ্দেস আলী, আজিজুর রহমান দুলাল প্রমুখ।

ঝিনাইদহ : জাহিদুজ্জামান মানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মসিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আবদুল আলীম, আবদুল মজিদ বিশ্বাস প্রমুখ।

চাঁদপুর : শহরে পথসভায় বক্তব্য দেন শেখ ফরিদ আহমেদ মানিক, অ্যাড. সলিম উল্যাহ সেলিম প্রমুখ। অপরদিকে ইব্রাহীম কাজী জুয়েলের নেতৃত্বে একটি মোটর শোভাযাত্রা বের হয়।

কিশোরগঞ্জ : তারিকুজ্জামান পার্নেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মনিরুজ্জামান জামান মিয়া, মোকাম্মেল হক নয়ন প্রমুখ।

বাগেরহাট : সুজাউদ্দীন মোল্লা সুজনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আলী রেজা বাবু। এ সময় বক্তব্য রাখেন মোজাফফর রহমান আলম, মেহেবুবুল হক কিশোর প্রমুখ।

বরগুনা : মানববন্ধন শেষে আলোচনা সভায় বক্তব্য দেন মাহাবুবুল আলম ফারুক মোল্লা, তারিকুজ্জামান টিটু, লে. কর্নেল (অব.) আ. খালেক প্রমুখ।

ইসলামী বিশ্ববিদ্যালয় : ওমর ফারুক, রাশিদুল ইসলাম রাশেদ ও আবুল খায়েরের নেতৃত্বে একটি মিছিল বের হয়। পরে তারা ক্যাম্পাসের প্রধান ফটকে সমাবেশ করেন।

সর্বশেষ খবর