বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

যাদের মুরোদ নেই তারাই হুঙ্কার দেয়

ওবায়দুল কাদের

যাদের মুরোদ নেই তারাই হুঙ্কার দেয়

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সর্বাত্মক আন্দোলন নামে বিরোধী দলের অনেক বুলি শুনেছি, যা বাস্তবে ফাঁকা বুলিতে পরিণত হয়েছে।মূলত আন্দোলনের নামে কর্মীদের চাঙ্গা রাখার কৌশল হিসেবেই বিএনপি বিভিন্ন ফাঁকা বুলি দিয়ে থাকে। এবারও শুনেছিলাম রোজার ঈদের পর তারা আন্দোলন জোরদার করবে। এমন আন্দোলন করা হবে যে সরকার পালানোর পথ পাবে না। আন্দোলনে যাদের শক্তি নেই তারাই বেশি বেশি করে হুঙ্কার দেয়। গতকাল দুপুরে সাভারের তেঁতুলজোড়া এলাকার শহীদ রফিক সেতু পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এর আগে সাভারের হেমায়েতপুরে ধল্লা এলাকার শহীদ রফিক সেতুর টোল প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে মোটর শ্রমিক, মালিক ও কর্মচারীরা। গতকাল দুপুরে ৩০ মিনিটের অবরোধে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরও প্রায় ১৫ মিনিট অবরুদ্ধ হয়ে পড়েন। পরে মন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

 

 

সর্বশেষ খবর