রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

অটিজম নিয়ে জাতিসংঘে পুতুল

অটিজম নিয়ে জাতিসংঘে পুতুল

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে আটটি অনুষ্ঠানে অটিজম নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল। বাংলাদেশে অটিজম সম্পর্কিত জাতীয় উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে সায়মা হোসেন এসব কর্মসূচিতে অংশ নেবেন বলে বিশ্ব সংস্থায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা জানিয়েছেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বলেন, 'আন্তর্জাতিক ফোরামে পুতুলের কর্মব্যস্ততা ক্রমান্বয়ে বাড়ছে। মানবতার জন্য পুতুলের কর্মকাণ্ড বিশ্ব ফোরামে স্বীকৃতি পাচ্ছে।' প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা অটিজম নিয়ে বিশ্বের নানা ফোরামে কাজ করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময়ে অনুষ্ঠেয় অনুষ্ঠানে যোগ দিতে সায়মা কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।

এ কে এ মোমেন বলেন, 'অটিজমের ওপর কাজের জন্য জাতিসংঘের বিভিন্ন ফোরামে পুতুলকে বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কন্যা হিসেবে পুতুল এসব কর্মসূচিতে অংশ নেবেন না।' -বিডিনিউজ।

 

 

সর্বশেষ খবর