রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৩ ০০:০০ টা

সুমনের গানে ফেলানী

সুমনের গানে ফেলানী

বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যাকাণ্ডের বিচারে বিএসএফ সদস্যের খালাসের প্রতিবাদ গানের মাধ্যমে জানিয়েছেন কবির সুমন। বিএসএফের আদালতে রায়ের ১৫ দিনের মাথায় গত বৃহস্পতিবার নিজের ওয়েবসাইটে গানটি তুলেছেন তিনি। পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও জনপ্রিয় সুমন এর আগে শাহবাগ আন্দোলন ও লেখক হুমায়ূন আহমেদকে নিয়ে গান গেয়েছেন। গানে সুমন সীমান্তে বিএসএফের গুলিবর্ষণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, যার প্রতিবাদ জানিয়ে আসছে বাংলাদেশসহ আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন। সুমন লিখেছেন- 'শোন বিএসএফ শোন হে ভারত কাঁটাতারে গুনগুন/ একটা দোয়েল বসেছে যেখানে ফেলানী হয়েছে খুন/রাইফেল তাক কর হে রক্ষী দোয়েলেরও ভিসা নেই/তোমার গুলিতে বাংলার পাখি কাঁটাতারে ঝুলবেই।'

বাংলাদেশি কিশোরী ফেলানী ২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশে ঢোকার সময় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়। কাঁটাতারের বেড়ায় ঝুলন্ত ফেলানীর লাশ তখন সব মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। গত ৫ সেপ্টেম্বর বিএসএফের আদালত ফেলানী হত্যাকাণ্ডে অভিযুক্ত বাহিনীর একমাত্র সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয়। -প্রতিদিন ডেস্ক

 

 

সর্বশেষ খবর