রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

দিনভর আগুন ভাঙচুর ৬০ ঘণ্টার হরতাল শুরু

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৬০ ঘণ্টার সর্বাত্দক হরতাল আজ ভোর ৬টায় শুরু হয়েছে। হরতালের আগে গতকাল দুপুরের পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ ও সরকারি দলের কর্মীদের সঙ্গে সংঘর্ষসহ ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। রাজধানীতে ওইদিন শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজশাহীতে পুলিশের গুলিতে বিএনপির একজন কর্মী নিহত হয়েছে। মন্ত্রী, বিচারপতি, দুদক চেয়ারম্যানের বাসভবন ছাড়াও বিভিন্ন স্থানে শতাধিক বোমা বিস্ফোরণ ঘটে। এ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও পুলিশের হামলায় বিরোধীদলীয় জোটের শতাধিক কর্মী আহত হয়েছেন।

এদিকে হরতালে রাজধানীসহ সারাদেশেই কঠোর অবস্থান নিয়েছে পুলিশ, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনী। রাতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। সারা দেশে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। গতকাল রাত পর্যন্ত রাজধানীতে শতাধিক কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয় বলে বিএনপি অভিযোগ করে। ঢাকার বাইরে থেকেও গ্রেফতারের খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের সমাবেশ থেকে নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে আলোচনার দাবিতে এ হরতাল কর্মসূচির ঘোষণা করা হয়। তবে পুলিশ বলেছে, রাজধানীতে ৩১ জন পিকেটারকে গ্রেফতার করা হয়েছে। হরতালের আগের রাতে রাজধানীতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। মুহুর্মুহু বোমার বিকট শব্দে রাজধানীর বিস্তীর্ণ এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। গতকাল সন্ধ্যায় দয়াগঞ্জে গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগ কার্যালযে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সকাল ১০টার দিকে মগবাজার ওয়্যারলেস গেটের সামনে ঝটিকা মিছিল করে জামায়াত-শিবির। এ সময় মিছিল থেকে দুটি পেট্রল বোমা ছুড়ে রাস্তায় আগুন ধরিয়ে দেয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়্যারলেস গেটের সামনে জামায়াত-শিবির কর্মীরা একটি ব্যানার নিয়ে মিছিল বের করে। এ সময় তারা পেট্রল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী রায়েরবাগ সিনেমা হলের সামনে শিবিরের অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিল বের করে। এ সময় মিছিল থেকে ৭/৮টি গাড়িতে ভাঙচুর চালানো হয়। একই সময়ে বিআরটিসির একটি গাড়িসহ অপর একটি গাড়িতে আগুন ও ৭/৮টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া ওই মিছিল থেকে ৩টি পেট্রল বোমা ছুড়িয়ে রাস্তা অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় শিবির কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুর সোয়া ১২টার দিকে তেজগাঁও কলেজের সামনে ৮ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জুয়েল হোসেন (২৮) নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। দুপুর সোয়া একটার দিকে বিজয়নগর পল্টন টাওয়ারের গলি থেকে জামায়াত-শিবিরের অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিল বের করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। মিছিল থেকে ৩/৪টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ককটেল বিস্ফোরণের পরপরই অন্তত ৭/৮টি গাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়লে জামায়াত-শিবিরের কর্মীরা পিছু হটে। ঘটনাস্থল থেকে জামায়াত-শিবিরের চারজনকে আটকসহ ৬টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। দুপুর দেড়টার দিকে কলাবাগান মাঠের সামনে একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটালেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। প্রাইভেটকারটি মাঠের সামনে পার্কিং করা ছিল। বিকাল সাড়ে ৫টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপরে একটি প্রাইভেটকার ভাঙচুরসহ তাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে পিকেটাররা। এ ছাড়া সন্ধ্যা ৬টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের বিএসটিআইয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর শাহআলী মাজারের সামনে একটি হিউম্যান হলারে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে সনি সিনেমা হল মোড়ে নিউ ভিশনের একটি বাস ও সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ওই সময়ে ছাত্রদল একটি মিছিল বের করে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায় এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। একই সময়ে মিরপুর-১৩ নম্বর এলাকায় দুটি টেঙ্কি্যাব ভাঙচুর করে দুর্বৃত্তরা। সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরে একটি গাড়িতে আগুন দিয়েছে পিকেটাররা। এ সময় ওই গাড়ির চালক জানে আলম (৪৫) আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে বাসাবো বৌদ্ধ মন্দির এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অটোরিকশার চালক আলাল (৪৫) আহত হয়। তাকেও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী দয়াগঞ্জ মোড়ে মিছিল করেছে জামায়াত-শিবির। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। জামায়াত-শিবিরের ছোড়া ককটেলের আঘাতে সিরাজ (৫০) নামে এক হকার আহত হয়েছে। তাকেও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

জামায়াতের আহ্বান : জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল এক বিবৃতিতে সারা দেশে হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকার ১৮ দলীয় জোটের আটজন কর্মীকে গুলি করে হত্যা করে, শত শত কর্মীকে গ্রেফতার করে এবং অর্ধশতাধিক স্থানে ১৪৪ ধারা জারি করেও ২৫ অক্টোবরের সভা-সমাবেশ বন্ধ করতে পারেনি। একইভাবে আজ সকাল ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লাগাতার হরতাল কর্মসূচি সফল করে গণআন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে।

হরতালের সমর্থনে বিভাগীয় শহরে মিছিল-সমাবেশ : আজ থেকে টানা ৬০ ঘণ্টার হরতালের সমর্থনে গতকাল দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম : হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। পরে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে কাজীর দেউড়ী মোড়ে গিয়ে শেষ হয়। সিলেট : হরতালের সমর্থনে জেলা ও মহানগর বিএনপি পৃথক মিছিল-সমাবেশ করেছে। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ হক, দিলদার হোসেন সেলিম, আবদুল গফফার, নাসিম হোসাইন, আলী আহমদ, বদরুজ্জামান সেলিম, রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ। এ ছাড়া হরতালের সমর্থনে নগরীতে জামায়াত-শিবিরও প্রচার মিছিল করেছে। বরিশাল : নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয় চত্বরে মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন, মহানগর ১৮ দলীয় জোটের আহ্বায়ক ও বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপি। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল সদর রোড, ফজলুল হক এভিনিউ, চক বাজার এবং কাঠপট্টি হয়ে ফের বিএনপি কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পুরো সমাবেশ এবং মিছিল ছিল পুলিশ বেষ্টনীতে। এদিকে মিছিল শেষে ঘরে ফেরার পথে বিএনপি ও সহযোগী সংগঠনের ৩১ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

রংপুর : হরতালের সমর্থনে বেলা পৌনে ২টায় গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাজশাহী : হরতালের সমর্থনে জেলা বিএনপির উদ্যোগে প্রচার মিছিল করে ১৮ দল। মিছিলটি রাজশাহী কলেজ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই সময় মহানগর বিএনপির উদ্যোগে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেটে ১৮ দলের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা : ১৮ দলীয় জোট খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে গতকাল বিকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর