রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

দুই দলের প্রস্তাবে সংকট সমাধান হবে না : জেএসডি

নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপিসহ কোনো দলের প্রস্তাবই সংকটের স্থায়ী সমাধানের উপযোগী নয় বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা। গতকাল রাজধানীর জেএসডি কার্যালয়ে কেন্দ্রীয় ইমার্জেন্সি ওয়ার্কিং কমিটির সভায় দলের সভাপতি আ স ম আবদুর রব বলেন, সংকট সমাধানের জন্য পার্লামেন্টের উচ্চ-কক্ষ গঠন করে নির্বাচনকালীন সরকার গঠনের বিধান করতে হবে। যা এখনো করার সুযোগ রয়েছে। সংসদ বহাল থাকায় উচ্চ-কক্ষ গঠনের জন্য সংবিধানের সংশোধন করতে হবে। তিনি আরও বলেন, রাজনীতির এই সংকট সমাধানের লক্ষ্যে জেএসডি জাতির সামনে প্রস্তাব তুলে ধরবে। আগামী ৩০ অক্টোবর সংবাদ সম্মেলন করা হবে। সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, এমএ গোফরান, আনোয়ার হোসেন, আতাউল করিম ফারুক, মো. সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আবদুল খালেক প্রমুখ।

সর্বশেষ খবর