রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

হুমকির মুখে সংলাপ হবে না : তোফায়েল

হুমকির মুখে সংলাপ হবে না : তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, হুমকির মুখে সংলাপ হবে না। আলটিমেটাম দিয়ে, হরতাল দিয়ে সংলাপ হয় না। যখনই প্রধানমন্ত্রী শান্তির প্রস্তাব দেন, সংলাপের আহ্বান জানান তখনই বিরোধী দলের নেতা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন। প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের প্রস্তাব দিলে তিনি হরতাল দিয়েছেন। হরতাল প্রত্যাহার করলে বিরোধী দলের সঙ্গে সংলাপ হতে পারে। গতকাল দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বেগম খালেদা জিয়ার বর্তমান সরকারকে অবৈধ বলা এবং বিরোধী দলের সরকারবিরোধী কর্মকাণ্ড নিয়ে বৈঠকে আলোচনা হয়। তোফায়েল আহমেদ বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপে বসার সদিচ্ছা আছে। কিন্তু বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া হরতাল দিয়ে সংলাপের পরিবেশ নষ্ট করেছেন। তিনি বলেন, বেগম জিয়া বর্তমান সরকারকে অবৈধ বলে কোন শক্তিকে ক্ষমতায় আসার দাওয়াত দিচ্ছেন? আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে। বর্তমান সংবিধান অনুযায়ী একজন নির্বাচিত প্রধানমন্ত্রী আরেকজন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শান্তির জন্য যখনই প্রস্তাব দেন, তার পরই বেগম খালেদা জিয়া অস্থিতিশীল পরিবেশ তৈরি করেন। প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের প্রস্তাবে খালেদা জিয়া '৯১ ও '৯৬ সালের উপদেষ্টাদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। এই দুই মেয়াদের উপদেষ্টাদের মধ্যে ২০ জন উপদেষ্টা নেই। ছিল ১৮ জন, সেখান থেকে চারজন মৃত্যুবরণ করেছেন, চারজন অসুস্থ। তিনজন অপারগতা প্রকাশ করেছেন। বর্তমানে আছেন ৭ জন। বেগম খালেদা জিয়া শিখা চিরন্তনে দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের মুক্তি চেয়েছেন। তিনি বলেন, সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হবে। নির্বাচনকালে এই সরকারটি অন্তর্বর্তী সরকারে রূপ নেবে।

মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হরতাল প্রত্যাখ্যানে দেশবাসীর কাছে অনুরোধ করেন তিনি। তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুল মান্নান খান, মৃণালকান্তি দাস, এনামুল হক শামিম, সুজিত রায় নন্দীসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, দেশের সমস্যা সমাধানে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া সহযোগিতা করেননি। যখন সারা দেশে আলোচনার সুবাতাস বইছে তখন বেগম খালেদা জিয়া বক্তব্য দিয়ে আলোচনার পরিবেশ নষ্ট করেছেন। দেশবাসীর কাছে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারি পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর