রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা
স্বাগত জানাল যুক্তরাজ্য ও চীন

প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দেওয়া উচিত

জাতিসংঘ

রাজনৈতিক মতপার্থক্য দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বিরোধী দলের সাড়া দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফোন করার পর এ কথা বলেছেন তিনি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এম আবুল মোমেন বলেন, "তারানকো বলেছেন, চলমান সংকট থেকে উত্তরণে প্রধানমন্ত্রীর এ উদ্যোগ ইতিবাচক। বিরোধী দলের উচিত প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেওয়া। কারণ সংলাপই হচ্ছে সংকট সমাধানের একমাত্র অবলম্বন।" সংলাপের মাধ্যমে সংঘাত এড়িয়ে সবার অংশগ্রহণে নির্বাচনই শান্তি ফিরিয়ে আনতে পারে বলেও মন্তব্য করেছেন জাতিসংঘের এই কর্মকর্তা। অন্যদিকে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে সংলাপের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, চীন ও জাতিসংঘ। দুই নেত্রীর টেলিসংলাপের পর পৃথক পৃথক প্রতিক্রিয়ায় দেশ ও সংস্থাগুলোর পক্ষ থেকে এ অভিমত জানানো হয়। ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন তার প্রতিক্রিয়ায় বলেছেন, বাংলাদেশের আরও অনেকের মতো আমিও আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নিরবচ্ছিন্ন ও গঠনমূলক সংলাপের অগ্রগতির সংবাদকে স্বাগত জানাই। একই সঙ্গে আশা করি এ অগ্রগতির পর আগামী দিনে আর কোনো ধরনের সহিংসতা দেখব না। প্রতিক্রিয়ায় ঢাকার চীনা দূতাবাসের মুখপাত্র বলেছেন, দুই নেত্রীর টেলিফোন আলাপের মধ্য দিয়ে সংলাপের পথে যে অগ্রগতি হয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেছেন রাষ্ট্রদূত লি জুন।

 

সর্বশেষ খবর