মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

পুলিশি বাধায় পণ্ড খালেদার বাড়ি ঘেরাওয়ের চেষ্টা

টানা অবরোধ ও ভাঙচুর-অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবহন যানের চালক-শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল মহাখালী বাসস্ট্যান্ড থেকে বাস-ট্রাক-সিএনজি চালকরা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে অবরোধ প্রত্যাহারে দাবি জানান। এ সময় তারা বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করার চেষ্টা করেন। তবে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। মিছিল চলাকালে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

পুলিশ ও বিএনপি সূত্র থেকে জানা গেছে, বেলা ১১টার দিকে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড থেকে 'সম্মিলিত গাড়িচালক সমাজ' ব্যানারে 'দুনিয়ার মজদুর এক হও'; 'আমার ভাই মরল কেন, খুনি খালেদা জবাব দে'; 'ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, খালেদা জিয়া ঘেরাও হবে'- ইত্যাদি স্লোগান দিতে দিতে তারা গুলশানে খালেদা জিয়ার বাড়ির দিকে এগোতে থাকেন। মিছিলটি কাকলী মোড় পার হয়ে গুলশান-২ মোড়ে পৌঁছানোর পর পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পরিবহন চালকরা পুলিশের বাধা ডিঙিয়ে এগোতে চাইলেও পরে ব্যর্থ হয়ে রাস্তায় শুয়ে পড়েন এবং স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ তাদের দুজন প্রতিনিধিকে স্মারকলিপি নিয়ে বিরোধীদলীয় নেতার কাছে যাওয়ার সুযোগ দিতে চাইলেও তাতে রাজি না হয়ে আবার মহাখালীর দিকে ফিরে আসেন। এ বিষয়ে জানতে চাইলে মহানগর পুলিশের গুলশান জোনের এডিসি আয়শা সিদ্দিকা বলেন, আমরা নিরাপত্তার স্বার্থে এবং বিশৃঙ্খলা এড়াতে হস্তক্ষেপ করেছি। গুলশান থানার ওসি নুরুল আলম বলেন, তারা সবাই লিখিত দাবি নিয়ে খালেদা জিয়ার কাছে যেতে চান। আমরা তাদের বুঝিয়েছি, এটা কূটনৈতিক এলাকা, এটা সম্ভব নয়। দুজনকে স্মারকলিপি নিয়ে আমাদের সঙ্গে যেতে বললেও তারা রাজি হননি।

 

 

সর্বশেষ খবর