মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা
সারা দেশে মনোনয়নপত্র দাখিল ১১ শতাধিক

আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী শতাধিক, ক্ষোভ সংঘর্ষ

দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে শতাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বর্তমান সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও পৌর মেয়র। এ নিয়ে মনোনীত এবং বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে ক্ষোভ এবং বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

ঝিনাইদহ : ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে দলীয় মনোনয়ন পাওয়া নবী নেওয়াজকে নিয়ে মহেশপুর ও কোটচাঁদপুর নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছেন। এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন- সফিকুল আজম খান চঞ্চল এমপি ও সাজ্জাতুজ জুম্মা। এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। দলীয় নেতা-কর্মীদের দাবি, জনবিছিন্ন ব্যক্তির মনোনয়ন দেওয়া তারা কোনোভাবে মেনে নেবে না। প্রয়োজনে তারা গণপদত্যাগের হুমকি দিয়েছেন। এ ছাড়া ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বর্তমান সংসদ সদস্য আবদুল হাই। এ আসনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সফিকুল ইসলাম অপু। এ আসনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকীর ছেলে তাহজীব আলম সিদ্দিকী সমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজীম আনার। এ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য আব্দুল মান্নানও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পটুয়াখালী : পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বর্তমান এমপি গোলাম মাওলা রনি দলীয় মনোনয়ন না চাওয়ায় দলীয় মনোনয়ন পান কেন্দ ীয় আওয়ামীলীগের সাবেক নেতা, সাবেক এমপি ও বস্ত্র প্রতিমন্ত্রী দলের সংস্কারপন্থী খ্যাত নেতা আ খ ম জাহাঙ্গীর হোসাইন। তিনি দুপুরে নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে গোলাম মাওলা রনি গ্রুপের নেতা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল মাহামুদ লিটন তার নেতা-কর্মী নিয়ে সভায় যোগ দিতে দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এসময় আ খ ম জাহাঙ্গীর গ্রুপের নেতা-কর্মীরা লিটনের ওপর চড়াও হয়। খ ম জাহাঙ্গীরের উপস্থিতিতে তার গ্রুপের নেতা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক ও ছাত্রলীগ নেতা বাপ্পী ওরফে কালা বাপ্পীর নেতৃত্বে ২৫-৩০ জন নেতা-কর্মী এমপি রনি গ্রুপের সমর্থকদের পিটিয়ে কার্যালয় থেকে বের করে দেয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাফর আহমেদ তালুকদার, আইন বিষয়ক সম্পাদক এড. মো. সেলিম, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবু সুরাত মোহাম্মদ সায়েম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল করিমসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

রূপগঞ্জ(নারায়নগঞ্জ) : রূপগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান এমপি গোলাম দসত্দগীর গাজী (বীর প্রতিক) মনোনয়নপত্র দাখিল করেন। একই দলের সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল কেএম সফিউলস্নাহ (বীর উত্তম)ও মনোনয়ন দাখিল করেন।

ভাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, কৃষ্ণপুর ইউনিয়ন ব্যতিত সদরপুর, চরভদ্রাসন) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউলস্নাহ মনোনয়নপত্র দাখিল করেন। একই আসনে তারই স্ত্রী আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য নিলুফার জাফরউলস্নাহও মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া একই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও জাতীয় সংসদের হুইপ নুরে-আলম চৌধুরী লিটনের ছোট ভাই চৌধুরী মুজিবুর রহমান নিঙ্ন ও আওয়ামী লীগের সাবেক এমপি সৈয়দ হায়দার হোসেনের ভাতিজা মঞ্জুরুল হক।

পাবনা : পাবনা-১ ( সাঁথিয়া-বেড়া আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুক। একই আসনে আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ প্রার্থী হয়েছেন।

বরগুনা : বরগুনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অ্যাডভোকেট ধীরেন্দ দেবনাথ শমভু মনোনয়নপত্র জমা দেন। এ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি (পরে বহিস্কৃত) দেলোয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার দাবি তিনি এখনও আওয়ামী লীগে আছেন। বরগুনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শওকত হাচানুর রহমান রিমন। একই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল হোসেন সিকদার ।

শেরপুর : শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কৃষি,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মতিয়া চৌধুরী। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করছেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নালিতাবাড়ীর উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা। শেরপুর-৩ (শ্রীবর্দি-ঝিনাইগাতি) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান এমপি এ কে ফজলুল হক। দলীয় মনোনয়ন না পেয়ে এ আসনে স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ঝিনাইগাতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এস এম ওয়ারেছ নাইম।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বর্তমান সংসদ সদস্য আলী আজগার টগর। একই আসনে দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান ও সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য (প্রয়াত) মীর্জা সুলতান রাজার ছোট ভাই আওয়ামী লীগ নেতা মির্জা শাহরিয়ার মাহমুদ লন্টু মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সংসদের, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া এমপি। এ আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা শিল্পপতি হাসান জামিল সাত্তার।

সিলেট : সিলেট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। এ আসনে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান। সিলেট-৪ আসনে দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদকে চ্যালেঞ্জ ছুঁড়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ। সুনামগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিরুদ্ধে মনোনয়ন দাখিল করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক। সুনামগঞ্জ-৩ আসনে এবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এমএ মান্নান। এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন। সুনামগঞ্জ-৪ আসনে দলীয় প্রার্থী ব্যারিস্টার এনামুল কবীর ইমনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য মতিউর রহমান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট। হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাহনেওয়াজ গাজীর বিরুদ্ধে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক জেলা সভাপতি ডা. মুশফিকুর রহমান চৌধুরী। এছাড়া হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মাহবুব আলীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা সৈয়দ তানভীর। মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ বজলুল করিমের সাথে ছাত্রলীগ নেতা আতাউর রহমান চৌধুরী সোহেল ও মৌলভীবাজার-৩ আসনে অ্যাডভোকেট মহসীন আলীর সাথে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ বিদ্রোহীপ্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

বাগেরহাট : বাগেরহাট-৩ (রামপাল ও মংলা) আসনে সাবেক এমপি তালুকদার আব্দুল খালেক আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার স্ত্রী ও বর্তমান আওয়ামী লীগের সংসদ সদস্য মিসেস হাবিবুন নাহার তালুকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরনখোলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান এমপি ডা. মোজাম্মেল হোসেন। এছাড়া বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আ. রহিম খান, মোড়েলগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডভোকেট মনিরুল হক তালুকদার, আওয়ামী লীগের সদস্য মো. সামছুল আলম।

ফেনী : ফেনী-২ আসনে দলীয় প্রার্থী ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন হাজারী। ফেনী-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবুল বাশার। স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন হাজারী, জেদ্দা আওয়ামী লীগের সভাপতি হাজী রহিম উল্যাহ । মেহেরপুর : মেহেরপুর ১(সদর-মুজিবনগর) আসনে দলীয় প্রার্থি ফরহাদ হোসেন দোদুল। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন ও মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ ইয়ারম্নল ইসলাম ও কাউসার আলী। মেহেরপুর-২(গাংনী) আসনে দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক । বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মখলেসুর রহমান মকুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহিদুজ্জামান খোকন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-১ রামগঞ্জে দলীয় প্রার্থী আলহাজ্ব মো: শাহজাহান। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সফিকুল ইসলাম। লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে দলীয় প্রার্থী ডাক্তার এহছানুল কবির জগলুল। এখানে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন টিপু। নড়াইল ঃ নড়াইল-২ আসন থেকে দলীয় প্রার্থী এস এম আসিফুর রহমান বাপ্পি। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহরাব হোসেন। যশোর ঃ যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা উপজেলা) আসনে দলীয় প্রার্থী সাবেক বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এবিএম আহসানুল হক। কুমিল্লাঃ কুমিল্লা-৩(মুরাদনগর) আসনে দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন । কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলীয় প্রার্থী এবিএম গোলাম মোস্তফা। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা চেয়ারম্যান রাজী মো. ফখরুল ও রৌশন আলী মাস্টার। কুমিল্লা-৬ (সদর) আসনে দলীয় প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান । কুমিল্লা-৯(লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দলীয় প্রার্থী তাজুল ইসলাম। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শাহজালাল মজুমদার। কিশোরগঞ্জ ঃ কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে দলীয় প্রার্থী নাসিরম্নল ইসলাম খান। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ডক্টর মিজানুল হক। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে দলীয় প্রার্থী নাজমুল হাসান পাপন। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফখরম্নল আলম আক্কাছ। মনোনয়ন জমা দিলেন ১১ শতাধিক : ঢাকা-১৭ আসনে মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ এরশাদ এবং ঢাকা ৮ আসনে মহাজোট শরিক ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দানে প্রার্থী ও তার সমর্থকদের ছিলো নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের প্রতিযোগীতা। ঢাকা-৭ আওয়ামীলীগের প্রার্থী হিসাবে বর্তমান এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন ও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম মনোনয়নপত্র জমা দেন। ঢাকা-৪ আসনের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ডা. আওলাদ হোসেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঢাকা-৬ থেকে কমিশনার সাইদুর রহমান, ঢাকা-১৬ আসনে সরকার মোহাম্মদ মান্নান মনোনয়ন জমা দিয়েছেন। ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের অ্যাডভোকেট সানজিদা খানম, জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন, ঢাকা-৫ আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লা, জাতীয় পার্টির তুহিনুর রহমান, জাসদের শহিদুল ইসলাম, তরিকত ফেডারেশনের আরজু শাহ সায়দাবাদী, জেপি (মঞ্জু) মীর আবদুস সবুর, ন্যাপ ভাসানী'র আবদুর রশিদ, স্বতন্ত্র হিসেবে মনির হোসেন কমল, ঢাকা-৬ আওয়ামী লীগের মিজানুর রহমান, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ, ন্যাপ (ভাসানী) আখতার হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান সহিদ ও স্বতন্ত্র নিয়ামুল হক মালিক ,ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের মোস্তফা জালাল মহিউদ্দিন, জাতীয় পার্টির আফতাব গণি, জেপি (মঞ্জু) হারুন অর রশিদ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী মোহাম্মদ সেলিম, স্বতন্ত্র রিয়াজ উদ্দিন, ঢাক-৮ ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ,জাতীয় পার্টির জহুরুল আলম রুবেল, জেপি (মঞ্জু) আবদুর রহিম, স্বতন্ত্র ইসমাইল মাহমুদ ও মির্জা আবদুস সালাম, ঢাকা-৯ আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী, জাতীয় পার্টির দেলোয়ার হোসেন খান,স্বতন্ত্র আবদুস সামাদ সুজন ,ঢাকা-১০ আওয়ামী লীগের শেখ ফজলে নুর তাপস, জাতীয় পার্টির হেলাল উদ্দিন, ঢাকা-১১ আওয়ামী লীগের একেএম রহমত উল্লাহ, জাতীয় পার্টির হারুন অর রশিদ, ঢাকা-১২ আওয়ামী লীগের আসাদুজ্জামান খান কামাল, জাতীয় পার্টির দেওয়ান আলী, ঢাকা-১৩ আওয়ামী লীগের অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির হাজী শফিকুল ইসলাম, জাসদের নাদের চৌধুরী, ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের আসলামুল হক, জাতীয় পার্টি এম এ কাউয়্যুম, জেপি (মঞ্জু) মোস্তাকুর রহমান, জাসদের শিরিন আখতার, ঢাকা-১৫ আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার, জাসদের সাইফুল ইসলাম, ঢাকা-১৬ আওয়ামী লীগের ইলিয়াস উদ্দিন মোল্লা, জাতীয় পার্টি'র মফিজুল হক বেনু, জাতীয় পার্টি'র সুলতান আহমেদ সেলিম, স্বতন্ত্র আমির হোসেন মোল্লা, খালিদ হোসেন, আমানত হোসেন, সর্দার মোহাম্মদ মান্নান, ঢাকা-১৭ জেপি (মঞ্জু) আবদুল লতিফ মলি্লক , এম এ হান্নান মৃধা, জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ এরশাদ, খেলাফত মজলিস মীর আজাহার উদ্দিন, বিএনএফ'র আবুল কালাম আজাদ। ঢাকা-১৮ অ্যাডভোকেট সাহারা খাতুন, জাতীয় পার্টি'র বাহাউদ্দিন আহমেদ, বিএনএফ আতিকুর রহমান নাজিম, জাসদের এস এম ইদ্রিস আলী মনোনয়নপত্র জমা দেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর-নবীনগর একাংশ) আওয়ামীলীগের প্রার্থী হিসাবে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.)এবি তাজুল ইসলাম এমপি ও জাতীয় পার্টির(এরশাদ) মোস্তফা আজাদ ও স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট কবি ও লেখক কবি শাহজাহান আবদালী মনোনয়নপত্র জমা দেন। কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আওয়ামীলীগের প্রার্থী হিসাবে দলের সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। ময়মনসিংহ -১০ (গফরগাঁও) আওয়ামীলীগের ফাহমি গোলন্দাজ বাবেল মনোনয়ন পত্র জমা দেন। রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ) জাপার প্রার্থী হিসাবে আসাদুজ্জামান চৌধুরী সাবলু ও আওয়ামীলীগের সভাপতি ডিউক চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আওয়ামী লীগ প্রার্থী সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির সার্জেন্ট মোহাম্মদ আলী ও বিএনএফ এর আবু মিল্লাত, টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আওয়ামী লীগের খন্দকার আসাদু্জ্জামান এমপি, জাতীয় পার্টির শামসুল হক তালুকদার, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আওয়ামীলীগের এমপি আমানুর রহমান খান রানা, জাতীয় পার্টির আব্দূল হালিম, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আওয়ামীলীগের প্রার্থী বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, জাতীয় পার্টির আব্দুল আজিজ, জাসদ ইনু এসএম আবু মোস্তফা ও বিএনএফ থেকে শামসুল হক মহসিন, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আওয়ামী লীগের মো. ছানোয়ার হোসেন, স্বতন্ত্র মুরাদ সিদ্দিকী, জাতীয় পাটির অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার, জাতীয় পাটি (মঞ্জু) মহাসচিব সাদিক সিদ্দিকী, টাঙ্গাইল-৬ (নাগরপুর- দেলদুয়ার) আওয়ামী লীগের এমপি খন্দকার আব্দুর বাতেন, জাতীয় পাটির মামুনুর রহিম সুমন ও আব্দুল কুদ্দুস, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আওয়ামী লীগের এমপি একাব্বর হোসেন ও জাতীয় পাটির জহিরুল ইসলাম জহির, টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আওয়ামীলীগের এমপি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহান ও জাতীয় পাটির কাজী আশরাফ সিদ্দিকী মনোনয়নপত্র জমা দেন। জয়পুরহাট-১ আওয়ামী লীগের অ্যাডভোকেট শামছুল আলম দুদু ও জাতীয় পার্টির আ স ম মুক্তাদির তিতাস মোস্তফা, জয়পুরহাট-২ আওয়ামী লীগের আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ওয়ার্কাস পার্টির আনোয়ারুল হক বাবলু,জাতীয় পার্টির কাজী আবুল কাশেম রিপন মনোনয়ন পত্র জমা দেন। নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আওয়ামীলীগের সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির আবুল কাশেম এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ- ইনু) অধ্যক্ষ মোখলেছুর রহমান এলিন মনোনয়নপত্র জমা দেন।কুড়িগ্রাম-২ আওয়ামীলীগের এমপি জাফর আলী মনোনয়ন পত্র জমা দেন। মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদর আংশিক) আওয়ামীলীগের কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি ও জাতীয় পার্টির সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান এমপি মনোনয়ন পত্র জমা দেন।সাতক্ষীরা (তালা-কলারোয়া)-১ আওয়ামী লীগের শেখ নূরুল ইসলাম, জাতীয় পার্টির সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, স্বতন্ত্র সরদার মুজিব, ওর্য়াকাস পার্টির অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, (জাসদ ইনু) মীর আবুল কালাম আজাদ,সাতক্ষীরা (সদর)- ২ আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি, জাতীয় পার্টির সংসদ সদস্য আব্দুল জব্বার, স্বতন্ত্র সাইফুল করিম সাবু, জাতীয় পার্টি (জেপি) মহাসিন হোসেন বাবলু,সাতক্ষীরা ( আশাশুনি দেবহাটা-কালিগঞ্জ এর একাংশ) -৩ আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক , জাতীয় পার্টির স ম সালাউদ্দিন সাতক্ষীরা-৪ (শ্যামনগর- কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগের জগলুল হায়দার, জাতীয় পার্টির আব্দুস সাত্তার মোড়ল, জাসদের আশেক- ই-এলাহী মনোনয়ন পত্র জমা দেন। মাগুরা-১ আওয়ামীলীগের প্রফেসর ডা. এমএস আকবর এমপি, জাতীয় পার্টির অ্যাডভোকেট হাসান সিরাজ সুজা, বিএনএফ এর এ কে এম মুস্তাসিন বিল্লাহ,স্বতন্ত্র কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, মাগুরা-২ আওয়ামীলীগের অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি, জাতীয় পার্টির মিসকাদুর রহমান, বিএনএফের ফিরোজা বেগম, স্বতন্ত্র অ্যাডভোকেট আব্দুল মান্নান মনোনয়ন জমা দিয়েছেন। সিরাজগঞ্জ-১ (সদর ৪ ইউনিয়ন-কাজীপুর) আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম মনোনয়ন পত্র জমা দেন । সুনামগঞ্জ-১ আওয়ামী লীগ সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক সোহেল। এ আসেন জাতীয় পার্টি থেকে জেলা সহসভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহ সরকার, জাতীয় পার্টি (জেপি) সাবেক সংসদ সদস্য বদরুদ্দোজা সুজা মনোনয়ন জমা দেন। সুনামগঞ্জ-২ সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত এমপি আওয়ামী লীগ থেকে মনোনয়ন জমা দিয়েছেন। জাতীয় পার্টি থেকে জমা দিয়েছেন জামিল চৌধুরী। সুনামগঞ্জ-৩ আসেন আওয়ামী লীগ প্রার্থী এমএ মান্নান এমপির বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন। জাতীয় পার্টির প্রার্থী হিসাবে অ্যাডভোকেট ফয়জুর রহমান চৌধুরী শাহিন মনোনয়ন জমা দেন। সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়পত্র জমা দিয়েছেন এমপি মুহিবুর রহমান মানিক, জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ ও বিএনএফের আশরাফ হোসেন। গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা,জাতীয় পার্টির এ জেড অপু সেখ, গোপালগঞ্জ-২ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম,জাতীয় পার্টির কাজী সাহিন ও স্বতন্ত্র প্রার্থী বিএম লিয়াকত আলী এবং গোপালগঞ্জ-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী লে.কর্নেল( অব.) মুহাম্মদ ফারুক খান ও জাতীয় পার্টির দীপা মজুমদার মনোনয়ন পত্র দাখিল করেছেন। জামালপুর-১(দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আওয়ামীলীগের সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ, সাবেক বাণিজ্য মন্ত্রী এম এ সাত্তার (জাতীয় পার্টি-এরশাদ), আজীজ মোহাম্মদ হাসান(স্বতন্ত্র), জোবায়দা সুলতানা (স্বতন্ত্র) জামালপুর-২(ইসলামপুর) আওয়ামীলীগের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, জিল্লুর রহমান বিপু (জাতীয় পার্টি-এরশাদ), লুৎফর রহমান (জাসদ-ইনু) আতিকুর রহমান লুইস(স্বতন্ত্র),জামালপুর-৩(মেলান্দহ-মাদারগঞ্জ) আওয়ামীলীগের মির্জা আজম, মীর সামসুল আলম(জাতীয় পার্টি-এরশাদ),জামালপুর-৪(সরিষাবাড়ী) আওয়ামীলীগের মওলানা নূরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ(জাতীয় পার্টি), সাংবাদিক মোস্তফা বাবুল ( বিএনএফ), শামীম হোসাইন(স্বতন্ত্র), জামালপুর-৫ (সদর)আওয়ামীলীগের সাবেক ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা, জাকির হোসেন (জাতীয় পার্টি-এরশাদ),ও অ্যাডভোকেট বাবর আলী(জাতীয় পার্টি-মঞ্জু) মরনানয়ন জমা দিয়েছেন। বিএম মোজাম্মেল হক এমপি শরীয়তপুর ১ (পালং-জাজিরা) আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ,শরীয়তপুর-৩ আওয়ামীলীগের নাহিম রাজ্জাক মনোনয়ন পত্র জমা দেন। এছাড়া শরীয়তপুর-১ থেকে জাতীয় পাটির মাসুদুর রহমান, শরীয়তপুর ২ জাতীয় পার্টির সুলতান আহম্মেদ সরদার , শরীয়তপুর ৩ আসন জাতীয় পার্টির হানান মনোনয়নপত্র দাখিল করেছেন পার্টির প্রার্থীরা। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ একাংশ) আওয়ামীলীগের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ মনোনয়ন জমা দিয়েছেন। নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে সাবেক এমপি শামীম ওসমান মনোনয়ন জমা দেন। পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও স্বরূপকাঠী) আওয়ামীলীগের একেএমএ আউয়াল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু)'র সাইদুল ইসলাম ডালিম ও জাতীয় পার্টি (জেপি)র নজরুল ইসলাম,পিরোজপুর-২ (জিয়ানগর, ভান্ডারিয়া ও কাউখালী) জাতীয় পার্টি (জেপি)'র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামীলীগের ইসাহাক আলী খান পান্না ও ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট ফিরোজ আলম মনোনয়ন জমা দিয়েছেন। পিরোজপুর ৩ আওয়ামীলীগের এমপি আনোয়ার হোসেন, জাতীয় পার্টির মুকুল আহম্মেদ বাদশা, সাবেক এমপি রুস্তম আলী ফরাজীসহ ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে। সাভার (ঢাকা-১৯) আসনে আওয়ামী লীগের ডা. মো.এনামুর রহমান ও জাতীয় পার্টির (এরশাদ) আবুল কালাম আজাদ মনোনয়ন জমা দেন। ফরিদপুর-১ আওয়ামী লীগের এমপি আবদুর রহমান, জাতীয় পার্টির কামরুজ্জামান মৃধা, ফরিদপুর-২ সংসদ উপনেতা আওয়ামীলীগের সৈয়দা সাজেদা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আতমা হালিম, জেপির এডভোকেট জয়নাল আবেদীন বকু, জাতীয় পার্টির হাফিজুর রহমান, ফরিদপুর-৩ আওয়ামী লীগের শ্রম ও প্রবাসী কল্যানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় পার্টির এস এম ইয়াহিয়া, ফরিদপুর-৪ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যাহ,এমপি স্থপতি নিলুফার জাফরউল্যাহ, জাতীয় পার্টির আবুল হোসেন মাষ্টার, স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান নিঙ্ন চৌধুরী, সৈয়দ মঞ্জুরম্নল হক, জেপির মো. জাকির হোসেন মনোনয়ন পত্র জমা দেন। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আওয়ামী লীগের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাাহ, জাতীয় পার্টির এসএম পারভেজ,বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি, ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেন্দ ীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম এবং জাতীয় পার্টির নাসিরউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মিসেস সাবিনা আক্তার, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আওয়ামী লীগের সাবেক অতিরিক্ত সচিব ড. সিরাজউদ্দিন আহমেদ, জাতীয় পার্টিরএমপি গোলাম কিবরিয়া টিপু এবং জেলা যুবমৈত্রীর সভাপতি টিপু সুলতান, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী পঙ্কজ দেবনাথ, জাতীয় পার্টির নাসিরউদ্দিন সাথী ও বিএনএফের আঞ্জুমান সালেহীন, বরিশাল-৫ (সদর) মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরন ও জাতীয় পার্টির মোর্তুজা আবেদীন, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) জাতীয় পার্টির এমপি নাসরিন জাহান রত্না আমীন, আওয়ামী লীগের মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মলি্লক ও জাসদের মোহাম্মদ মহসিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোলা-১ সদর আসনে আওয়ামী লীগের শিল্প ও গৃহায়ণ মন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় পার্টি (এরশাদ) মো. মোফাজ্জল হোসেন আজিম গোলদার, ভোলা-২ (দৌলতখান বোরহানউদ্দিন) আওয়ামী লীগের আলী আজম মুকুল, জেপি থেকে মো. সালাউদ্দিন, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওন, জাপা (এরশাদ) থেকে এ্যাড.একেএম নজরম্নল ইসলাম মিয়া এবং ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনে আওয়ামী লীগের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, জাপা থেকে এমএ মান্নান মনোনয়নপত্র জমা দিয়েছেন। নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার ) আওয়ামীলীগের আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ও জাতীয় পাটির এম এ হান্নান মোল্লা মনোনয়ন পত্র দাখিল করেছেন। দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। দিনাজপুর-৩ (সদর) আওয়ামী লীগের সাবেক ছাত্রনেতা ইকবালুর রহিম বেলা জাতীয় পার্টির আহম্মেদ শফি রুবেল মনোনয়নপত্র দাখিল করেন।দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আওয়ামীলীগের মনোরঞ্জন শীল গোপাল জাতীয় পার্টির শাহিনুর ইসলাম ,দিনাজপুর-৬( বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আওয়ামীলীগের শিবলী সাদিক, জাতীয় পার্টির আলহাজ্ব দেলোয়ার হোসেন, বর্তমান সংসদ সদস্য ড. আজিজুল হক চৌধুরী মনোনয়ন দাখিল করেছেন।

মাদারীপুর-১ আওয়ামীলীগের নূর-ই-আলম লিটন চৌধুরী মাদারীপুর-২ আওয়ামীলীগের শাজাহান খান,মাদারীপুর-৩ আওয়ামীলীগের দলীয় প্রার্থী আফম বাহাউদ্দিন নাছিম ,জাতীয় পাটি (জে'পি'র) সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহিদুল ইসলাম মনোনয়ন জমা দেন।মানিকগঞ্জ ১আসনে আওয়ামীলীগ প্রার্থী নাঈমুর রহমান দর্জয়,জাতীয় পার্টি থেকে আলীআকবর ,জাসদ থেকে বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসন খান জকি, মানিকগঞ্জ ২আসনে আওয়ামীলীগের মমতাজ বেগম,জাতীয় পার্টি থেকে সৈয়দ আব্দুল মান্নান ,মানিকগঞ্জ ৩ আওয়ামীলীগের জাহিদ মালেক স্বপন,জাতীয় পার্টির এম হাবিবুল্লাহ, জাসদের বীরমুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান মনোনয়ন জমা দেন।

 

 

সর্বশেষ খবর