মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

সংকট নিরসনে কূটনীতিকদের দফায় দফায় বৈঠক

চলমান সংকটের মধ্যে ঢাকার কূটনীতিকরা নিজেদের মধ্যে দফায় দফায় বৈঠক করেই চলেছেন। এ ছাড়া সরকারের পক্ষ থেকে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। জামায়াতে ইসলামী পক্ষ থেকেও যোগাযোগ করা হচ্ছে ঢাকার বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে।

কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের বড় সংস্থা ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এরই অংশ হিসেবে গতকাল বিকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলের ৫ম তলায় এনডিআই প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর সাবেক দুই উপদেষ্টা এইচ টি ইমাম, ড. মশিউর রহমান ও আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী। আওয়ামী লীগের এই তিন নেতাই দলের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। এইচ টি ইমাম এই কমিটির কো-চেয়ারম্যান। ড. মশিউর রহমান ও সাবের হোসেন চৌধুরী কমিটির সদস্য। সাড়ে ৪টায় শুরু হওয়া এই বৈঠক প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে। প্রায় একই সময়ে ওয়েস্টিন হোটেলের ২৩ তলায় বৈঠক মার্কিন দূতাবাসের উপ-প্রধান ড্যানিলুইজের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান আলী। ঘণ্টাব্যাপী চলে এই বৈঠক। অবশ্য জামায়াতের এই দুই সদস্য এর আগে ঢাকার রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্দার নিকোলোভের সঙ্গে বৈঠক করেছেন। রাশিয়ার রাষ্ট্রদূতের বাসভবনে দুপুরে হওয়া এই বৈঠক দুই ঘণ্টা চলেছে। সন্ধ্যায় ব্যারিস্টার আবদুর রাজ্জাকসহ আরও দুই নেতা অবশ্য পর্যবেক্ষক সংস্থা এনডিআই-এর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন। এ ছাড়া ঢাকার ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি, ব্রিটিশ, কানাডিয়ান হাইকমিশনার ও রাষ্ট্রদূতরা গতকাল দুপুরে নিজেদের মধ্যে বৈঠক করেছেন। মার্কিন দূতাবাসের প্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন। কূটনৈতিক সূত্র জানায়, এই বৈঠকে বাংলাদেশের গার্মেন্ট মালিকদের সঙ্গে দুই নেত্রীর বৈঠক করতে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা করে এই পদক্ষেপে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন কূটনীতিকরা, জানিয়েছেন নিজেদের সমর্থনের কথাও। অপরদিকে ঢাকার কূটনীতিকদের বড় অংশ জাতিসংঘের সহকারী মহাপরিচালক অস্কার ফারনান্দেজ তারানকোর সফরের প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন। এ নিয়ে নিজেদের মধ্যে শেষ সময়ে আরও আলোচনাও করছেন। আর ঢাকার জাতিসংঘ কার্যালয় থেকে যোগাযোগ করা হচ্ছে সব পক্ষের সঙ্গে। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন কার্যালয়ে গতকাল গিয়েছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার। অবশ্য নিউইয়র্ক থেকেও এই সফরের বিষয়ে কাজ চলছে। অসমর্থিত সূত্রের খবর, তারানকো তার সফরে আসার আগে ইতোমধ্যেই প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির কো-চেয়ারম্যানের সঙ্গে টেলিফোনে কথা বলছেন। এ সময় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে দল দুটির অবস্থান জানতে চান তারানকো।

সর্বশেষ খবর