মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা
শিবির কর্মী আটক

বড় ভাইদের নির্দেশে বাসে আগুন দিই

পত্রিকায় ছবি প্রকাশ হওয়ায় ধরা পড়ে গেল বাসে অগি্নসংযোগকারী শিবির কর্মী হারুনুর রশিদ। প্রকাশিত ছবির সূত্র ধরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ধানমন্ডির ঘটনাস্থল থেকেই গতকাল তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, হারুন ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগে জড়িত থাকার কথা স্বীকার করে বলেছে, শিবিরের বড় ভাইদের নির্দেশে বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। ধানমন্ডির ১৫ নম্বর এলাকার ফুটওভার ব্রিজের সামনে রবিবার শিবিরের ঝটিকা মিছিল থেকে পাথর ছুড়ে দীপন পরিবহনের একটি বাস থামানো হয়। এর পর বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দুই মিনিটের মধ্যে বাসটি পুড়ে যায়। বাসে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার স্বচিত্র প্রতিবেদন প্রকাশ হয় পত্র-পত্রিকায়। ভিডিও চিত্রও দেখা যায় অনলাইন সংস্করণে। গতকাল মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, হারুন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে কয়েকজন শিবির কর্মীর সঙ্গে মোহাম্মদপুরের একটি মেসে থাকে। সে নিজেও শিবিরের সমর্থক। রবিবার শিবিরের বড় ভাইদের নির্দেশেই বাসে আগুন দেয় বলে পুলিশকে জানিয়েছে হারুন। ওই ঘটনার ভিডিও চিত্র দেখে অগ্নিসংযোগের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হয় পুলিশ। ঘটনাস্থল থেকেই হারুনকে গ্রেফতার করে পুলিশ। অগ্নিসংযোগের সময় হারুন যে পোশাক পরে ছিল, গতকাল সে একই পোশাক পরনে ছিল। যে কারণে তাকে শনাক্ত করতেও সুবিধা হয়নি গোয়েন্দাদের। গোয়েন্দা কর্মকর্তা মনিরুল বলেন, হারুন জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করে। এর পর তেজগাঁও কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল শিবিরের এই সমর্থক।

 

 

সর্বশেষ খবর