মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

কানসাট নেতা রাব্বানীর বাড়িতে আগুন-সংঘর্ষ

বোমাবাজিতে নিহত ১

দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে গতকাল দুপুরে বিরোধী দলের নেতা-কর্মীরা কানসাট আন্দোলনের নেতা গোলাম রাব্বানীর বাড়িতে আগুন দেয়। এ সময় দুই দলের সংঘর্ষে রুবেল (২২) নামে একজন নিহতসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। নিহত রুবেল কানসাটের পুখুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে। নিহত রুবেল বিএনপির কর্মী বলে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ অধ্যাপক শাহজাহান মিয়া।

জানা গেছে, দুপুরে আওয়ামী লীগের প্রার্থী গোলাম রাব্বানীর মনোনয়নপত্র জমা দেওয়ার সংবাদ জানতে পেরে বিরোধী দলের কর্মীরা বেলা ২টার দিকে রাব্বানীর পুখুরিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় রাব্বানীর সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে গোলাম রাব্বানীর বাড়িসহ তার ভাই জাকের পার্টি নেতা আবু বাক্কার ফিটুর বাড়ি, একটি কার, দুটি ট্রাক ও বেশ কিছু মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষ চলাকালে ব্যাপক বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ করা হলে রুবেল বোমার আঘাতে গুরুতর আহত হয় এবং শিবগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ছাড়া হাত-পায়ের রগ কাটা অবস্থায় স্থানীয় লোকজন চককীর্তি ইউনিয়নের চরহরিপুর গ্রামের ইসমাইলের ছেলে সিরাজুল ও একই ইউনিয়নের বিমর্ষী গ্রামের বদু বিশ্বাসের ছেলে ওমর আলীকে (৪০) উদ্ধার করে। এদিকে আগুন নেভানোর জন্য আসা ফায়ার সার্ভিসের গাড়িসহ পুলিশের গাড়ি আটকে দেয় বিরোধীরা। পরে বিকাল ৪টার দিকে র্যাব-বিজিবি ঘটনাস্থলে পেঁৗছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা প্রশাসক সরদার সরাফত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ধ্যায় উপজেলা প্রশাসন শিবগঞ্জ পৌরসভা ও কানসাট ইউনিয়ন এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর