মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

উগ্রপন্থিদের হাতে চলে যাচ্ছে আন্দোলন : কাদের

উগ্রপন্থিদের হাতে চলে যাচ্ছে আন্দোলন : কাদের

নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অবরোধের সময় বাড়ানোর মধ্য দিয়ে বিরোধী দল এটাই প্রমাণ করে তাদের আন্দোলনের নিয়ন্ত্রণ আরও দৃঢ়ভাবে উগ্রবাদীদের হাতে চলে যাচ্ছে। বিরোধী দলের অবরোধ কর্মসূচির সময়সীমা বাড়ানোর পর গতকাল বিকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন সামনে রেখে সাময়িক সমঝোতা হয়তো হতে পারে। কিন্তু এবারকার আন্দোলন থেকে যে দুষ্ট ক্ষতের সৃষ্টি হয়েছে তার রেশ সহজে শেষ হবে না। আমি মনে করি, এটা প্রধান বিরোধী দলের জন্য অশুভ সংকেত।

যোগাযোগমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অর্জন ও অগ্রগতিকে যারা ঈর্ষা করে বা সইতে পারে না, তারা বিরোধী দলের আন্দোলন থেকে উৎসাহিত হচ্ছে। দেশের সম্ভাবনা যাতে উগ্রবাদীদের হাতে চলে না যায় সে জন্য দেশের স্বার্থ বিবেচনা করে সমঝোতায় বসতে প্রধান বিরোধী দলের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, অবরোধ করা মানে পরীক্ষার্থীদের, খেটে খাওয়া মানুষের ভাগ্য ও রুটি রোজগার বন্ধ করা এবং ১৬ কোটি মানুষকে জিম্মি করা।

 

 

সর্বশেষ খবর