মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র কংগ্রেস উদ্বিগ্ন

যুক্তরাষ্ট্র কংগ্রেস উদ্বিগ্ন

বাংলাদেশের পরিস্থিতির ব্যাপারে যুক্তরাষ্ট্র কংগ্রেস উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্র কংগ্রেসে বাজেট ও জুডিশিয়ারি কমিটির প্রভাবশালী সদস্য এবং কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের সদস্য কংগ্রেসম্যান হাকিম জেফরি বলেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি ভালো থাকলে এখানকার বাংলাদেশি অভিবাসীরাও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালনে সক্ষম হন। বাংলাদেশের পরিস্থিতি যদি টালমাটাল হয় তাহলে তারা স্বস্তিবোধ করেন না। আমার নির্বাচনী এলাকার প্রতিটি বাংলাদেশি সবসময় অস্বস্তিতে থাকবে এটি হতে পারে না। কংগ্রেসের সহকর্মীরা প্রতিনিয়ত জানতে চান বাংলাদেশের পরিস্থিতির উন্নতি ঘটেছে কিনা। এ জন্য আমি আজ সকালেও কংগ্রেসনাল বাংলাদেশ ককাসের চেয়ারম্যান যোসেফ ক্রাউলির সঙ্গে যোগাযোগ করেছি। সার্বক্ষণিক নজর রাখতে হচ্ছে বাংলাদেশের ব্যাপারে। গত রবিবার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল) নিউইয়র্ক সিটির ওজনপার্কে বাংলাদেশিদের দেওয়া এক গণসংবর্ধনা সমাবেশে ডেমোক্র্যাটিক পার্টির এই কংগ্রেসম্যান এ কথা বলেন। খবর এনার। তিনি বলেন, আমেরিকায় মসজিদ এবং চার্চের মধ্যে কোনো বিভেদ থাকতে পারবে না। যুক্তরাষ্ট্রে সব ধর্ম এবং বর্ণের সমঅধিকার রয়েছে এবং এটি হচ্ছে সারাবিশ্বে আমেরিকার অহংকারের অন্যতম কারণ। নিউইয়র্ক সিটিতে কোনো বাংলাদেশি তথা মুসলমান পুলিশ দ্বারা অহেতুক হয়রানি হবে_ এটি আমরা কামনা করি না। এ জন্য আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছি। যুক্তরাষ্ট্র কংগ্রেসে দ্বিতীয় মুসলিম কংগ্রেসম্যান হিসেবে প্রবাসী বাংলাদেশিরা 'বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক কাউন্সিলের ব্যানারে কংগ্রেসম্যান জাফরিকে সংবর্ধনা প্রদানের জন্যে এ সমাবেশের আয়োজন করেন। এ সময় ব্রুকলিন বরো প্রেসিডেন্ট এরিক এডামস, পার্লামেন্ট মেম্বার মাইকেল মিলার এবং রাফায়েল ইসপিনাল জুনিয়র, সিটি কাউন্সিলম্যান আক্তারুজ্জামান, বাংলাদেশি ব্যবসায়ী আকতার হোসেন বাদল, অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশের কন্সাল জেনারেল মনিরুল ইসলাম, জাহাঙ্গির কবির প্রমুখ বক্তব্য রাখেন। প্রশংসাসূচক অ্যাওয়ার্ড দেওয়া হয় ব্যবসায়ী আকতার হোসেন বাদল, ডা. শাহ আলম, কামাল আহমেদ প্রমুখকে।

 

 

সর্বশেষ খবর