রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

এরশাদকে মুক্তি দিন

এরশাদকে মুক্তি দিন

চিকিৎসার নামে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে আটক রাখার নিন্দা করে বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন। বি.চৌধুরী গতকাল এক বিবৃতিতে বলেন, শুধু দলীয় স্বার্থে কোনো রাজনৈতিক নেতাকে আটক রাখা কিছুতেই গ্রহণযোগ্য নয়। বিকল্পধারা অবিলম্বে এরশাদের মুক্তি দাবি করছে। তিনি বলেন, আটকের বিষয়টি যদি এরশাদ সাহেব ও মাননীয় প্রধানমন্ত্রীর সম্মিলিত প্রযোজনায় সাজানো নাটকও হয়ে থাকে তা হলেও এটা নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। বি.চৌধুরী আরও বলেন, একতরফা সংসদ নির্বাচন হতে সরে দাঁড়িয়েছেন বলে জবরদস্তি করে এরশাদকে সিএমএইচ-এ ভর্তি করার বিষয়টি অগণতান্ত্রিক এবং প্রচলিত রাজনৈতিক নীতিমালা বিরোধী। যে আওয়ামী লীগ নিজেদের গণতান্ত্রিক রাজনীতির ধারক-বাহক বলে মনে করে, সেই দলের সরকারের এই আচরণ শুধু গণতন্ত্র বিরোধীই নয় বরং সাধারণ রুচিশীল রাজনীতিরও বিরোধী।

 

 

সর্বশেষ খবর