সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

সব ব্যাংকের নিরাপত্তা বাড়াতে পুলিশকে চিঠি

ঢাকাসহ সারা দেশে ব্যাংকে বিশেষ নিরাপত্তা চেয়ে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। গতকাল ব্যাংক কার্যক্রম নির্বিঘ্ন করতে এ চিঠি দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিরাজমান অস্থিরতা ও নাশকতার ফলে দেশে কার্যরত ব্যাংকগুলোতে বিভিন্ন ধরনের হামলা, ভাঙচুর ও অগি্নসংযোগের মতো অনভিপ্রেত ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা ব্যাংকগুলোর নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। সহিংসতা একদিকে সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদানে বাধা সৃষ্টি করছে। ব্যাংক কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক, উদ্বেগ কাজ করছে। ব্যাংকের স্থাপনা সুরক্ষাসহ ব্যাংকগুলোর কার্যক্রম নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। চিঠিতে উল্লেখ করা হয়, দেশে কার্যরত ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও শাখা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করার অনুরোধ করা হল।

সর্বশেষ খবর