সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

মন্ত্রিসভার বৈঠকে আনিস

মন্ত্রিসভার বৈঠকে আনিস

টানা ১২ দিন মন্ত্রণালয়ে অনুপস্থিত থাকলেও গতকাল আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থিত হয়েছিলেন জাতীয় পার্টি থেকে নির্বাচনকালীন সরকারে স্থান পাওয়া আনিসুল ইসলাম মাহমুদ। তিনি পানিসম্পদমন্ত্রী এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, তার পদত্যাগপত্র এখনো গ্রহণ হয়নি। এ কথা বলেই তিনি লিফটে উঠে পড়েন। আওয়ামী লীগের নেতৃত্বে গত ১৮ নভেম্বর গঠিত নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টি থেকে পাঁচজন সদস্যকে নতুন করে মন্ত্রী ও প্রতিমন্ত্রী করা হয়। এরমধ্যে ছিলেন রওশন এরশাদ, আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু ও অ্যাডভোকেট সালমা ইসলাম। এ ছাড়া আগে থেকেই সরকারের মন্ত্রিসভায় ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাইরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয় জাতীয় পার্টির আরেক প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলুকে। কিন্তু গত ৩ ডিসেম্বর এরশাদ নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন। এর একদিন পর তিনি জাতীয় পার্টির সদস্যদের বর্তমান সরকারের মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করার নির্দেশ দেন। এরপর মন্ত্রিসভায় থাকা জাতীয় পার্টির সদস্যরা মন্ত্রণালয়ে তাদের দফতরে যাননি। জাতীয় পার্টির সদস্যদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ নিয়ে গত ১৩ দিন ধরেই চলছে নানা নাটক। এর মধ্যেই গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগ দিলেন আনিসুল ইসলাম মাহমুদ।-নিজস্ব প্রতিবেদক

 

 

সর্বশেষ খবর