সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

সৌরভকে এবার কংগ্রেসের টোপ

সৌরভকে এবার কংগ্রেসের টোপ

বিজেপির পর এবার কংগ্রেসের তরফ থেকে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে প্রার্থী হওয়ার প্রস্তাব দিল কংগ্রেস। এ জন্য দলের দাওয়াত নিয়ে গতকাল বেহালায় সৌরভের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। প্রায় ২৫ মিনিট কথা হয় তাদের দুইজনের মধ্যে। যদিও প্রদীপ ভট্টাচার্য এই সাক্ষাতকে 'সৌজন্যমূলক' বলে আখ্যা দিয়ে বলেন এই আলোচনাতে রাজনীতির কোনো রং ছিল না। তিনি বলেন, 'সৌরভ কি করবে সেটা ওই ঠিক করবে। রাজনীতি সম্পর্কিত কোনো বিষয় নিয়ে আমি কোনো প্রস্তাব দিইনি'। তবে রাজনৈতিক মহলের মতে কংগ্রেসের হয়ে আসন্ন লোকসভা নির্বাচনে লড়তে রাজি কিনা কিংবা রাজ্যসভার টিকিট পেতে আগ্রহী কিনা সমস্ত বিষয়টি নিয়ে সৌরভের মন পেতে সৌরভের বাড়ি যান প্রদীপ ভট্টাচার্য। আসন্ন নির্বাচনে ভোটে লড়তে আগেই প্রস্তাব দিয়ে রেখেছে বিজেপি। এমনকি সরকারে এলে ক্রীড়ামন্ত্রী করারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সৌরভকে। কংগ্রেস কোনো প্রস্তাব দিয়েছে তা অবশ্য গতকাল বিকাল পর্যন্ত পাওয়া যায়নি। এখন দেখা যাক দাদাগিরির দাদা কোনো পথে যান। দীপক দেবনাথ, কলকাতা

 

 

সর্বশেষ খবর