বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

ত্রয়োদশ সংশোধনী বাতিল করতে বাধ্য হয়েছি

বিচারপতি এ বি এম খায়রুল হক

ত্রয়োদশ সংশোধনী বাতিল করতে বাধ্য হয়েছি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক বলেছেন, আমরা ত্রয়োদশ সংশোধনী বাতিল করতে বাধ্য হয়েছি। জনগণের সার্বভৌমত্ব প্রবাহমান রাখতেই এই রায় দেওয়া হয়েছিল। গতকাল বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন কমিশন আয়োজিত বৈষম্য বিলোপ আইনের খসড়ার ওপর এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিচারপতি খায়রুল হক বলেন, আমরা ত্রয়োদশ সংশোধনী বাতিল করতে বাধ্য হয়েছি। কারণ আমাদের সংবিধান তিন মাসের জন্য জনগণের শাসন থাকবে না, এটা সমর্থন করে না। তিনি বলেন, 'গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা তো নয়ই, গণতন্ত্রকে প্রবাহমান রাখাই ছিল এই রায়ের একমাত্র উদ্দেশ্য। রায়টি পূর্ণাঙ্গ পড়লেই এর মর্মার্থ বুঝতে পারবেন। সংবিধানে বলা হয়েছে, জনগণই দেশের একমাত্র মালিক। জনগণের ইচ্ছা অনুসারে এই দেশ পরিচালিত হবে।' তিনি বলেন, 'জনগণের সার্বভৌমত্ব চিরবহমান। এটা এক দিনের জন্যও স্থগিত রাখা যায় না। মার্কিন প্রেসিডেন্ট জনএফ কেনেডিকে যখন হত্যা করা হয়, তখন ভাইস প্রেসিডেন্ট জনসন একটা প্লেনে ছিলেন। তাকে ওয়ারলেসে শপথ পড়ানো হয়। তাকে আধাঘণ্টাও সময় দেওয়া হয় নাই।' খায়রুল হক বলেন, 'সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যারা হামলা করছে, তারা দুষ্কৃতকারী। তাদের কোনো রাজনৈতিক পরিচয় আছে আমি মনে করি না। তাদেরকে আইনের আওতায় আনা উচিত। 'সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে অগি্নসংযোগ ও হামলা কোনোভাবেই কাম্য নয়।' তিনি বলেন, 'নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘু সম্প্রদায় যেভাবে নিগৃহীত ও নির্যাতিত হচ্ছে তা খুবই দুঃখজনক। আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে আমার প্রতিবেশীর কোনো সুরক্ষা নেই। দেশের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে, মুসলমান হিসেবে আমি লজ্জিত।'

 

 

সর্বশেষ খবর