বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

প্রয়োজনে শক্তি প্রয়োগ

প্রয়োজনে শক্তি প্রয়োগ

নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে অপশক্তিকে রোখার পক্ষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তিনি বলেন, 'রাষ্ট্র ও সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, এখনই সময়, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও অপশক্তিকে রুখতে হবে। প্রতিটি নাগরিকের পূর্ণ নিরাপত্তা রাষ্ট্র ও সরকারকেই নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে আমাদের রক্ষা করতে হবে। অসাম্প্রদায়িক চেতনাকে সমন্বিত রাখতে হবে।'

গতকাল সকালে বৈষম্য বিলোপ আইনের খসড়া গবেষণা কাজের ওপর এক মতবিনিময় সভায় মিজানুর রহমান এ কথা বলেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন কমিশন এ মতবিনিময় সভার আয়োজন করে। মিজানুর রহমান বলেন, বাংলাদেশের নির্বাচন ও পরবর্তী সময়ে সহিংসতা বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, 'সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হলো নির্বাচনকালীন যাতে কোনো ধরনের সহিংসতা না হয়, সে জন্য মাঠে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত আছেন। কিন্তু নির্বাচনের আগের দিন দেখলাম একজন প্রিসাইডিং অফিসারকে দুর্বৃত্তরা পিটিয়ে-কুপিয়ে হত্যা করল। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটতরাজ করা হলো। -নিজস্ব প্রতিবেদক

 

 

সর্বশেষ খবর