রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

ফজলে হাসান আবেদের জন্মদিন আজ

ফজলে হাসান আবেদের জন্মদিন আজ

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও বিশ্ববরেণ্য বাংলাদেশি সমাজকর্মী স্যার ড. ফজলে হাসান আবেদের ৭৭তম জন্মদিন আজ। দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে ব্রিটিশ সরকার তাকে নাইটহুড উপাধিতে ভূষিত করে। বিশ্বের বৃহত্তম বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ সামাজিক নেতৃত্বে অসামান্য ভূমিকার জন্য র্যামন ম্যাগসেসে পুরস্কার, জাতিসংঘ উন্নয়ন সংস্থার মাহবুবুল হক পুরস্কার এবং গেটস ফাউন্ডেশনের বিশ্ব স্বাস্থ্য পুরস্কারসহ ১৪টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। এ ছাড়া তিনি ১৯৯৪ সালে কানাডার কুইনস ইউনিভার্সিটি থেকে 'ডক্টর অব ল' এবং ২০০৩ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে 'ডক্টর অব এডুকেশন' ডিগ্রিসহ সম্মানসূচক বিভিন্ন ডিগ্রি লাভ করেন। ১৯৩৬ সালের ২৭ এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার এক প্রত্যন্ত গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে স্যার ফজলে হাসান আবেদের জন্ম। তার পিতা সিদ্দিক হাসান ছিলেন একজন ধনাঢ্য ভূস্বামী। তার মায়ের নাম সৈয়দা সুফিয়া খাতুন। তার পূর্বপুরুষরা ছিলেন ওই অঞ্চলের বড় জমিদার।

স্বাধীনতা পরবর্তী বিধ্বস্ত বাংলাদেশে ১৯৭০ সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে আক্রান্ত দুস্থ মানুষের সাহায্যে ত্রাণ কর্মকাণ্ড চালাতে গিয়ে ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠা করেন স্যার ফজলে হাসান আবেদ। ব্র্যাক এখন সামাজিক-অর্থনৈতিক বহুমুখী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের গণ্ডি ছাড়িয়ে কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশে। ব্র্যাক ক্ষুদ্র ঋণ কার্যক্রম, উপ-আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, সড়ক নিরাপত্তা, মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। কারুশিল্পীদের পণ্য বিপণন কেন্দ্র আড়ং, ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক ব্যাংক ব্র্যাকের অন্যতম উদ্যোগ। নিজস্ব প্রতিবেদক।

 

 

 

সর্বশেষ খবর