শনিবার, ১০ মে, ২০১৪ ০০:০০ টা

অল্পের জন্য রক্ষা পেলেন ড্যান মোজেনা

অল্পের জন্য রক্ষা পেলেন ড্যান মোজেনা

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা। গতকাল সকালে গাজীপুরের কাপাসিয়ায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তাকে বহনকারী ল্যান্ডক্রুজার গাড়িটি সড়ক থেকে হেলে পড়ে। এর মাত্র দুই ফুট দূরেই ছিল প্রায় ২৫ ফুট গভীর খাদ। এরপর সোলার ন্যানো গ্রিডের একটি অনুষ্ঠানে যোগ দিতে এক কিলোমিটার পথ হেঁটে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের লোহাদী গ্রামে পৌঁছেন মোজেনা। খবর পেয়ে টঙ্গী থেকে পুলিশের একটি রেকার ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে। জানা গেছে, সোলার ন্যানো গ্রিড নামে একটি প্রতিষ্ঠান গাজীপুরের কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের কয়েকটি গ্রামে সৌরবিদ্যুতে জমিতে সেচ কার্যক্রম চালু করে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ড্যান মোজেনা সৌরবিদ্যুতে জমিতে সেচ কার্যক্রম দেখতে যান। পথে কাপাসিয়ার লোহাদী উচ্চবিদ্যালয় সড়কের বাঁক থেকে বাঁ পাশে মোড় ঘুরতে গিয়ে তাকে বহনকারী ল্যান্ডক্রুজার (দ-৬৫-৩৮৫) গাড়িটি সড়ক থেকে হেলে পড়ে। হেলে পড়া অবস্থায় গাড়ি থেকে দ্রুত নেমে যান মোজেনা। এ সময় গাড়িতে তার সঙ্গে ছিলেন পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কটির দুই পাশে প্রায় ২৫ ফুট গভীর খাদ। খাদ থেকে হেলে পড়া গাড়ির দূরত্ব ছিল মাত্র দুই ফুট। চালক তাৎক্ষণিক গতি নিয়ন্ত্রণ না করলে গাড়িটি খাদে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর