শনিবার, ১০ মে, ২০১৪ ০০:০০ টা

প্রশ্ন ফাঁসকারীদের বিচার করতে হবে

লে. জেনারেল (অব.) মাহবুব

প্রশ্ন ফাঁসকারীদের বিচার করতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জে সাতজনকে হত্যার চেয়ে কোনো অংশে কম নয় প্রশ্নপত্র ফাঁস। এটাও জঘন্যতম অপরাধ। এর সঙ্গে সরকার জড়িত। যারা প্রশ্নপত্র ফাঁস করছে, তাদের বিচার করতে হবে। দেশে নৈরাজ্য নেমে এসেছে। গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি আয়োজিত 'প্রশ্নপত্র ফাঁস, বিপন্ন শিক্ষাব্যবস্থা ও উত্তরণের উপায়' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জেনারেল মাহবুব বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৈতিকতার চরম অবনতি ঘটছে। মানুষ ঘর থেকে বের হলে আবার ফিরে আসবে তার নিশ্চয়তা নেই। সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। টিভি আর খবরের কাগজ খুললেই দেখা যায় খুন আর গুম। দেশে এখন জাতীয় জীবনে দুর্যোগ চলছে। তা জাতীয় এবং রাজনৈতিক জীবনেও প্রবেশ করেছে। রাজনীতির সর্বাঙ্গে দুর্নীতি ঢুকে পড়েছে। এভাবে চলতে থাকলে দেশ তলিয়ে যাবে। এ সরকার যে কোনো সময় তাসের ঘরের মতো ভেঙে পড়বে বলেও মনে করেন তিনি। সভায় সংগঠনের পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো বিএনপি ক্ষমতায় এলে বিবেচনা করা হবে বলে জানান মাহবুবুর রহমান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর