বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

খোঁজ মিলেছে মুজিবুরের গাড়ি চালকের

যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমানের গাড়িচালক রেজাউল হকের সন্ধান মিলেছে। গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর গুলশান এলাকায় তার সন্ধান পায় পুলিশ। বিকাল সাড়ে তিনটার দিকে মুজিবুর রহমানসহ তার গাড়িচালককে নিয়ে সুনামগঞ্জে যায় জেল পুলিশের একটি দল। এর আগে সুস্থতা বোধ করায় হাসপাতাল ছেড়েছিলেন মুজিবুর। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হেদায়েতুল ইসলাম জানান, ইতিমধ্যে তাদের দুজনের দেওয়া তথ্যে অসংলগ্নতা খুঁজে পেয়েছেন তারা। দুজনকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করার পর মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হলে অনেক কিছুই পরিষ্কার হওয়া যাবে প্রকৃত ঘটনা সম্পর্কে। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। এর বাইরে আর কিছু বলা সম্ভব নয়। অপহরণের প্রায় সাড়ে তিন মাস পর গত সোমবার ভোরে গাড়িচালক রেজাউলসহ মুক্ত হন বিএনপি নেতা মুজিবুর রহমান। গাজীপুরের টঙ্গী এলাকার একটি সেতুর কাছে দুজনকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয় অপহরণকারীরা। ওই দিন বিকালে মুজিবুর রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। আর গাড়িচালক রেজাউলকে এক হাজার টাকা দিয়ে সুনামগঞ্জে চলে যেতে বলেন। তবে এর পর থেকে রেজাউলের কোনো হদিস মিলছিল না। গতকাল বেলা ১১টার দিকে গুলশাল এলাকা থেকে রেজাউলকে উদ্ধারের পর বিকাল সাড়ে তিনটায় ইউনাইটেড হাসপাতাল থেকে চিকিৎসাধীন মুজিবুরসহ তার গাড়িচালক রেজাউলকে নিয়ে সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা হন।
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, পুলিশের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে মুজিবকে তার চালক রেজাউল হকসহ সুনামগঞ্জ এনে অপহরণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর সব রহস্যের দ্বার উন্মোচন হবে বলেও পুলিশ সুপার জানিয়েছেন। এদিকে, মুজিব অপহরণের ঘটনায় ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার ও পুলিশি নির্যাতনের শিকার সুনামগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আকবর চৌধুরী ও তার পরিবারের লোকজন অবিলম্বে মিথ্যা মামলার তথাকথিত ভিকটিম মুজিবুর রহমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ পূর্বক প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। আকবর দাবি করেন, আমরা তথাকথিত অপহরণের ঘটনার সঙ্গে আদৌ জড়িত ছিলাম না। বারবার পুলিশ প্রশাসনকে বিষয়টি সাফ জানিয়ে দেওয়ার পরও পুলিশ আমাদের কোনো কথা বিশ্বাস করেনি। আমাদের মতো অনেক নিরপরাধ লোককে মামলায় জড়িয়ে অহেতুক হয়রানি করা হয়েছে। প্রসঙ্গত, গত ৪ মে সুনামগঞ্জ জেলা বিএনপির গণ অনশন কর্মসূচি শেষে বিকালে শহরের হাজিপাড়া বাসভবন থেকে চালকসহ প্রাইভেট কার নিয়ে সিলেটে যাওয়ার পথে নিখোঁজ হন মুজিবুর ও তার চালক।

সর্বশেষ খবর