বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুর মায়ের নাম ভুল

অষ্টম শ্রেণির সাহিত্য কণিকা ও একাদশ-দ্বাদশ শ্রেণির সাহিত্য পাঠ বইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের নাম ভুল লেখা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের মাধ্যমে মুদ্রিত এসব বিনামূল্যের বই এখন দেশের কোটি কোটি শিক্ষার্থীর হাতে। শিক্ষার্থীরা বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে গিয়ে স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির জনকের মায়ের নাম ভুলভাবেই শিখছে। বড় ধরনের এ ভুলের কারণে ইতিহাস বিকৃতির পাশাপাশি বঙ্গবন্ধুর মায়ের সঠিক নাম কোনটি তা নিয়েও বিভ্রান্তিতে পড়েছে শিক্ষার্থীরা।

অষ্টম শ্রেণির বাংলা বই সাহিত্য কণিকা পড়ে জানা গেছে, শেখ মুজিবুর রহমানের লেখা 'এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম' গদ্যের ৩১ নম্বর পৃষ্ঠায় লেখক পরিচিতির তিন নম্বর লাইনে মাতার নাম 'সাহেরা খাতুন' লেখা হয়েছে। অন্যদিকে একাদশ-দ্বাদশ শ্রেণির সাহিত্য পাঠ বইটি পড়ে জানা গেছে, শেখ মুজিবুর রহমানের লেখা 'বায়ান্নর দিনগুলো' গদ্যের শুরুতে লেখক পরিচিতির তিন নম্বর লাইনের প্রথমেই বঙ্গবন্ধুর মায়ের নাম 'সায়ারা খাতুন' লেখা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংবাদিক বেবী মওদুদের সম্পাদনায় 'বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্দজীবনী'র ৮ নম্বর পৃষ্ঠার ১১ নম্বর লাইনে বঙ্গবন্ধুর মায়ের নাম লেখা আছে 'সায়েরা খাতুন'। বইটিতে বঙ্গবন্ধু নিজের বিষয়ে লিখেছেন, 'আমার জন্ম ১৯২০ সালের ১৭ই মার্চ তারিখে। আমার আব্বার নাম শেখ লুৎফর রহমান। আমার ছোট দাদা খান সাহেব শেখ আবদুর রশিদ একটা এম ই স্কুল প্রতিষ্ঠা করেন। আমাদের অঞ্চলের মধ্যে সেকালে এই একটা মাত্র স্কুল ছিল, পরে এটা হাইস্কুল হয়, সেটি আজও আছে। আমি তৃতীয় শ্রেণীতে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হই। আমার মায়ের নাম সায়েরা খাতুন। তিনি কোন দিন আমার আব্বার সাথে শহরে থাকতেন না।'

সর্বশেষ খবর