বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

ফিরে যাচ্ছেন লি জুন

 ফিরে যাচ্ছেন লি জুন

ঢাকায় চীনের রাষ্ট্রদূত হিসেবে আড়াই বছর দায়িত্ব পালনের পর দেশে ফিরে যাচ্ছেন লি জুন। ইতিমধ্যে তিনি ঢাকায় বিভিন্ন পক্ষের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেরেছেন। গতকাল এসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে। এর আগে দুপুরে অংশ নিয়েছেন ঢাকায় চীনাপন্থি বাম রাজনীতিকদের এক বিদায় সংবর্ধনায়। রাষ্ট্রদূত চলতি সপ্তাহেই ঢাকা ত্যাগ করবেন এবং বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চতর পদে যোগ দেবেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দায়িত্ব পালনকালে বাংলাদেশ-চীন সম্পর্কোন্নয়নে অসামান্য ভূমিকার জন্য পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত লি জুনকে ধন্যবাদ জানান। এ ছাড়া বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীন সরকারের অব্যাহত ভূমিকার জন্যও মন্ত্রী তার কাছে কৃতজ্ঞতা জানান। লি জুন তার মেয়াদে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী বছর বাংলাদেশ ও চীন উভয় দেশে বাংলাদেশ-চীন মৈত্রীর ৪০ বছর পূর্তি উদযাপনের ব্যাপারে চীন সরকারের গভীর আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। বাংলাদেশ থেকে চীনে রপ্তানির পরিমাণ বৃদ্ধিতে উৎসাহী লি জুন বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি ও এ জন্য চীনের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাতে আগ্রহ ব্যক্ত করেন। এদিকে, গতকাল রাষ্ট্রদূত লি জুনের সৌজন্যে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ অনুষ্ঠানে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ বিভিন্ন বাম সংগঠনের নেতা অংশ নেন। জানা যায়, রাষ্ট্রদূত জুন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন করেছেন। ঢাকা ত্যাগের আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বিদায়ী সাক্ষাৎ করবেন।-কূটনৈতিক প্রতিবেদক

সর্বশেষ খবর