শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

‘ছিটমহল বিনিময়ে আর বাধা নেই’

ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় অংশের সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেছেন, স্থলসীমান্ত চুক্তি বিল ভারতের সংসদীয় স্থায়ী কমিটিতে সর্বসম্মতিক্রমে পাস হওয়ায় বাংলাদেশ-ভারতের ১৬২ ছিটমহল বিনিময়ে এখন আর কোনো বাধা নেই। বিলটি পাসের ক্ষেত্রে ভোটের দিক থেকে ভারতের সংসদে ইতিহাস তৈরি করবে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাটে এক সমাবেশে এ কথা বলেন তিনি। দুই দেশের ছিটমহলবাসীদের রাষ্ট্র পরিবর্তন সুফল বয়ে আনবে এবং তাদের পুনর্বাসনের কোনো সমস্যা হবে না। রাষ্ট্র পুনর্বাসন না করলেও ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি তা করবে। দুই দেশের সরকারের কাছে শুধু স্বীকৃতিটুকু আশা করছেন তারা। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময়ে দুই দেশের সরকারের তোড়জোড় চলছে। ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় ইউনিটের বাংলাদেশ অংশের আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন সমন্বয় কমিটির (বাংলাদেশ) সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান মইনুল হক প্রমুখ।

 

সর্বশেষ খবর