শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
এক বছরে ১০ সংস্থায় জয়

আইএমএসওর মহাপরিচালক হলো বাংলাদেশ

ফ্রান্স, জার্মানি, ইতালি ও রোমানিয়াকে হারিয়ে বাংলাদেশ আরেকটি আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে জয়ী হলো। যুক্তরাজ্যভিত্তিক এই সংস্থার নাম হচ্ছে ‘ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশন’ (আইএমএসও)। ২৫ নভেম্বর লন্ডনে এ সংস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘মহাপরিচালক’ পদের নির্বাচনে ৯৯ সদস্য রাষ্ট্রের মধ্যে ৪৯ ভোট পেয়ে বাংলাদেশের প্রার্থী ক্যাপ্টেন মঈনউদ্দিন আহমেদ জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোমানিয়ার প্রার্থী ৩৭ ভোট পেয়েছেন। আইএমএসও হচ্ছে আন্তঃসরকারভিত্তিক একটি সংস্থা, যার কাজ হচ্ছে সাগর, মহাসাগরে চলাচলকারী জাহাজের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা এবং যে কোনো দুর্বৃত্ত মোকাবিলায় সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো। সমুদ্রের তলদেশের নিরাপত্তার ব্যাপারেও এই সংস্থার গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ নৌ-বাহিনীর ক্যাপ্টেন মঈনউদ্দিন আহমেদ মহাপরিচালক পদে ৫ বছরের জন্যে নির্বাচিত হলেন। এ বিজয়ের মধ্য দিয়ে চলতি বছর বাংলাদেশ মোট ১০টি আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে জয়ী হলো বলে এনআরবি নিউজকে ২৭ নভেম্বর বৃহস্পতিবার রাতে জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন।  গত অক্টোবর মাসেই ৩টি আন্তর্জাতিক সংস্থায় জয়ী হয় বাংলাদেশ। আইপিইউ’র প্রেসিডেন্ট পুল সাবের হোসেন চৌধুরী এমপি, সিপিএর চেয়ারপারসন ড. শিরিন শারমিন চৌধুরী এবং গ্লোবাল ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ। একইমাসে বাংলাদেশ জয়ী হয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং ইন্টারন্যাশনাল টেলিকম্যুনিকেশন ইউনিয়নের নির্বাচনেও। সেপ্টেম্বরে জাতিসংঘ ক্রিডেনশিয়াল কমিটির চেয়ারম্যান পদেও বাংলাদেশ জয়ী হয়েছে। জুনে সিডো মেম্বার, মে মাসে ইউএন হাই লেভেল কমিটি অন সাউথ সাউথ কো-অপারেশনের প্রেসিডেন্ট এবং মার্চে ইউএস সাউথ সাউথ স্টিয়ারিং কমিটি অন সাসটেইনেবল ডেভেলপমেন্টের মেম্বার হয়েছে বাংলাদেশ। -এনআরবি নিউজ

 

সর্বশেষ খবর