শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
সংশোধনের সময় ১৫ দিন

ভোটার তালিকার খসড়া প্রকাশ

সারা দেশে একযোগে গতকাল হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ দিন জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে এই খসড়া তালিকা টাঙিয়ে রাখা হবে। সংশোধনসহ এ সময়ের মধ্যে সারা দেশে নতুন ভোটার হওয়ার সুযোগ পাবেন বাদ পড়া ভোটাররা।
ইসি জানিয়েছে, ১৭ জানুয়ারি পর্যন্ত বাদ পড়া ভোটাররা অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। সেই সঙ্গে নিবন্ধিতদের তথ্য সংশোধন ও ভোটার অযোগ্যদের বিষয়ে আপত্তি জানাতে পারবেন। ২২ জানুয়ারির মধ্যে দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গত ১৫ মে থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৪৬ লাখ ৭২ হাজার ১৭৬ জন নতুন ভোটার নিবন্ধিত হন। এ বছরের ১ জানুয়ারি পর্যন্ত যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হয়েছে, তারাই এবার নিবন্ধিত হয়েছে। সূত্র জানায়, ছবিসহ ভোটার তালিকার যাত্রা শুরুর পর নবম সংসদের আগে ৮ কোটি ১০ লাখের বেশি ভোটার হয় প্রথমবার। এর পরে ২০১০ সালে হালনাগাদে যোগ হয় প্রায় ৪৭ লাখ, ২০১২ সালে যোগ হয় প্রায় ৭০ লাখ ভোটার। এবার হালনাগাদের সময় ৪ লাখ ৪৯ হাজার ৯০১ জন মৃত ভোটার বাদ দেওয়া হয়। এবারও প্রায় ৪৭ লাখ নতুন ভোটার নিয়ে সারা দেশের ভোটার দাঁড়াচ্ছে ৯ কোটি ৬২ লাখ ৩ হাজার ৭০৬ জন। এর মধ্যে পুরুষ ৫০ দশমিক ৩৮ শতাংশ ও মহিলা ৪৯ দশমিক ৬২ শতাংশ।

সর্বশেষ খবর