শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

গণপিটুনিতে সিরাজগঞ্জে দুই যুবক নিহত

সিরাজগঞ্জের কামারখন্দে চাঁদাবাজির অভিযোগে গ্রামবাসীর গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছে। পুলিশ গতকাল দুজনের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে একজনকে ইট দিয়ে মুখমণ্ডল থেতলিয়ে এবং আরেকজনকে ট্রেন লাইনে ফেলে দ্বিখণ্ডিত করা হয়েছে। নিহতের মধ্যে মজনু (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। সে উপজেলার ঝাঐল ইউনিয়নের ভারাঙ্গা গ্রামের এন্তাজ আলীর ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, ঝাঐল বাজারের স্বর্ণ ব্যবসায়ী রাম ভক্ত কর্মকার সম্প্রতি একটি জমি বিক্রি করেন। এ খবর পেয়ে মজনুসহ তিনজন ওই স্বর্ণ ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকার জন্য গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তারা তিনজন মিলে মোটরসাইকেল নিয়ে ভক্ত কর্মকারের দোকানে আসেন। তখন সব ব্যবসায়ী ও গ্রামবাসী একজোট হয়ে মজনুসহ দুজন আটক করে গণধোলাই দেন। অপরজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।  কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল উদ্দিন সরদার জানান, সংবাদ পেয়ে এলাকায় গিয়ে ঝাঐল বাজারের অদূরে রেললাইনে উপর থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় যুবকের দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে হত্যার পর লাশটি রেললাইনে ফেলে রাখা হয়েছিল। তার মৃতদেহ জিআরপি থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আগের স্থান থেকে ৬/৭শ গজ দূরে একটি জমির মধ্য থেকে মুখমণ্ডল থেতলানো ও শরীরের বিভিন্ন স্থানে জখম অবস্থায় মজনুর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মজনুর নামে কামারখন্দ থানায় একটি হত্যা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানায় একটি ডাকাতি মামলা রয়েছে বলেও তিনি জানান। জিআরপি থানার উপ-পরিদর্শক হায়দার আলী জানান, লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।

সর্বশেষ খবর