শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

অনুমতি না পেলেও জনসভা হবেই

ড. মঈন খান

অনুমতি না পেলেও জনসভা হবেই

পুলিশের অনুমতি না পেলেও ৫ জানুয়ারি ঢাকায় জনসভা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস। এই দিনে সরকার ভোটবিহীন নির্বাচন করে গণতন্ত্রকে কবর দিয়েছে। আমরা সেদিন ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছি। আমাদের বক্তব্য স্পষ্ট, ওইদিন জনসভার অনুমতি দেবে কি দেবে না তা সরকারের বিষয়। আমাদের করণীয় যা তা আমরা করব।’
জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা ১১টায় সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঈন খান। এর আগে ড. মঈন খান সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার কবরে ফুল দিয়ে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করেন। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুন, এজমল হোসেন পাইলট, নাজমুল হাসান, আসাদুজ্জামান আসাদ, আবদুর রহিম হাওলাদার, জাকির হোসেন, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসনের প্রস্তাবিত সাত দফা নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়ার জবাবে ড. মঈন খান বলেন, এ প্রস্তাব আওয়ামী লীগ প্রত্যাখ্যান করল, না গ্রহণ করল, তা দিয়ে বিএনপি রাজনীতি করে না। বিএনপি রাজনীতি করে আদর্শের ভিত্তিতে, দেশের জনগণের কল্যাণে। আওয়ামী লীগ বিএনপির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তাতে আশ্চর্য হওয়ারও কিছু নেই। তারা জন্মলগ্ন থেকেই শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে না।

সর্বশেষ খবর