শিরোনাম
শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ক্ষমতা চিরদিন থাকবে না

ক্ষমতা চিরদিন থাকবে না

গণফোরাম সভাপতি, সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘আদালতকে রক্ষা করতে না পারলে স্বাধীনতা অর্থহীন। সর্বোচ্চ আদালতের ১৫০ বছরের ঐতিহ্য রয়েছে। অনেক সুনাম অর্জন করেছিল আদালত। সেটা নিয়ে আমাদের গর্বও অনেক।’
তিনি গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ আয়োজিত ‘৪৩তম বিজয় দিবস এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আয়োজক সংগঠনের চেয়ারম্যান নুরুল হুদা মিলু চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি হায়দার আকবর খান রনো, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুুদুর রহমান মান্না, জ্যেষ্ঠ সাংবাদিক কাজী সিরাজ, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি প্রমুখ। সভায় ড. কামাল আরও বলেন, ‘সরকারের বিরুদ্ধে আদেশ চেয়ে যদি না পাই, তাহলে দেশের স্বাধীনতা অর্থহীন হবে। সরকারকে ১৬ কোটি মানুষের কথা শুনতে হবে। যারা অর্থ ও ক্ষমতার লোভে পাগল হয়ে গেছেন, তাদের মনে রাখতে হবে- এ ক্ষমতার মালিক আপনি নন। এ ক্ষমতা চিরদিন থাকবে না।’ ষোল কোটি মানুষ রাষ্ট্রের মালিক উল্লেখ করে ড. কামাল বলেন, ‘এখন থেকে সারা দেশে মানবাধিকারের বিরুদ্ধে কোনো কিছু হলে আমরা রুখে দাঁড়াব। জনগণ রাষ্ট্রের মালিক। জনমতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।’ মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সর্বত্র আজ মানবতার ফরিয়াদ। যারা শুনলে প্রতিকার হয়, তারা শোনে না। কিন্তু তাদের শোনার জন্য ব্যবস্থা করতে হবে। গোলাম মাওলা রনি বলেন, দেশে এখন নিরাপত্তাহীনতার ভয় বিরাজ করছে। রাষ্ট্রের নিরাপত্তা কর্মীদের কাছে জনগণ নিরাপত্তা পাওয়ার বিষয়ে শঙ্কাও রয়েছে। সবাইকে একযোগে মানবাধিকার রক্ষায় কাজ করতে হবে।-নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর