রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

পুলিশের গাড়িতে পেট্রলবোমা বাস-ট্রাকে আগুন

আটজন দগ্ধ, সারা দেশে সংঘর্ষ ভাঙচুর

রাজধানী ঢাকায় এবং বগুড়ায় পুলিশের ওপর পেট্রলবোমা হামলা, যাত্রীবাহী বাস, সবজিবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ও সংঘর্ষের মধ্য দিয়ে গতকাল অতিবাহিত হলো বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের ১২তম দিন। রাতে রাজধানীতে পুলিশের গাড়িতে পেট্রলবোমায় এক পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন। এতে আহত হন আরও চারজন। একইভাবে মোহাম্মদপুরে পেট্রলবোমায় আরও দগ্ধ হয়েছে শিশু, নারীসহ সাতজন। এদিন দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি-জামায়াতের ক্যাডারদের হাতে আহত রাজন আলী রকি গতকাল ভোররাতে মারা গেছে। গত পরশু চাঁপাইনবাবগঞ্জে বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা নিহত হওয়ার প্রতিবাদে অবরোধ ছাড়াও রাজশাহী বিভাগের ৮ জেলায় ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেওয়া হয়েছে। বরিশাল বিভাগের ৬ জেলা, কুমিল্লা ও নোয়াখালীতে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। আজ থেকে আবার ২০-দলীয় জোটের শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নিঃশর্ত মুক্তি দাবিতে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি। একইভাবে কাল রাজবাড়ী বিএনপিও পৃথকভাবে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
রাজধানীর রমনা থানার মৎস্য ভবন এলাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশের গাাড়িতে ককটেল ও পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে ওই গাড়িতে থাকা পুলিশের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধ পুলিশ সদস্যরা হলেন, উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ এবং কনস্টেবল মোরশেদ, লিখন, বদিয়ার ও শামীম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) দায়িত্ব পালন শেষে রাজারবাগ পুলিশ লাইনে ফিরছিলেন পুলিশের ওই সদস্যরা। গাড়িটি মৎস্য ভবনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে তারা দগ্ধ হন। তাদের মধ্যে শামীমের অবস্থা আশঙ্কাজনক। রাত ৯টার দিকে এই পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। অবরোধের ১২তম দিনে রাজধানীর মৎস্য ভবনের সামনে গতরাত ৮টায় দুর্বৃত্তরা পুলিশের পিকআপ ভ্যান লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহবাগে ডিউটি শেষে রাজারবাগ ফেরার সময় হামলার শিকার হন তারা। রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকার ভাঙা মসজিদের কাছের সড়কে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে নারী শিশুসহ সাতজন অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- বিল্লাল, আরমান, নুর জাহান, আবু তাহের, ঋতু, রিফাত ও আবু বকর। এ ছাড়া আহত দুজন হলেন সুজন ও মনোয়ারা বেগম। দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রাত পৌনে ১০টার দিকে দগ্ধ ও আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তাদের হাসপাতালে আনা ব্যক্তিরা জানান, রাত ৯টার কিছুক্ষণ পর বেড়িবাঁধ এলাকায় ব্রাদার্স পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নেভায়। রাত পৌনে ১১টার দিকে গুলিস্তান গোলাপশাহ মাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ধাওয়া দিয়ে পেট্রলবোমাসহ এক পিকেটারকে আটক করে পুলিশ। সোয়া ৯টার দিকে সবুজবাগের বালুর মাঠ সংলগ্ন রাস্তায় একটি মাইক্রোবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজিমপুর এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কিংজুন ও মোশাররফ নামে দুজন আহত হয়েছেন। দারুস সালাম, যাত্রাবাড়ী ও মিরপুরে আগুন দেওয়া হয় চারটি যাত্রীবাহী বাসে। এ ছাড়া রাজধানীর বিভিন্নস্থানে বিক্ষোভ-মিছিলসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ৭টায় মিরপুর ১৩ নম্বরে, সকাল সাড়ে ৮টায় যাত্রাবাড়ীর রায়েরবাগ পুনম সিনেমা হলের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে সুলতানা ইসলাম দীপা নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের এক ছাত্রী আহত হন। তার পা খানিকটা দগ্ধ হয় এবং বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে পায়ে ব্যথা পান। দীপা নারায়ণগঞ্জ থেকে বাসযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যাচ্ছিলেন।
দুপুর ১২টার দিকে অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। দোয়েল চত্বর থেকে বাংলা একাডেমির সামনে এলে পুলিশ ছাত্রদল নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এরপর ওই এলাকায় তিনটি ককটেল বিস্ফোরিত হয়। বেলা ১টার দিকে পুরানা পল্টন মোড়ে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বেলা আড়াইটার দিকে উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকাল ৫টার দিকে টেকনিক্যাল মোড়ে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষোপ করে আগুন দেওয়া হয়। সন্ধ্যা ৬টার দিকে একই স্থানে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মিরপুর থানার ওসি সালাউদ্দিন খান জানান, তিন দুর্বৃত্ত সাভারের হেমায়েতপুর থেকে ঢাকায় আসেন। তারা বিকালে টেকনিক্যাল মোড়ে একটি বাসে আগুন দেয়। সন্ধ্যার পর একই স্থানে আরেকটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দিলে ওই বাসের যাত্রীরা তিন দুর্বৃত্তের একজনকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। তার নাম আঙ্গুর। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জে বিএনপি-জামায়াতের ক্যাডারদের হাতে আহত রাজন আলী রকি গতকাল ভোররাতে মারা গেছে। তিনি পৌর এলাকার শেখটোলা গ্রামের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীনের ছেলে ও বাবুপুর উজিরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। রকির বাবা দাবি করেন, বৃহস্পতিবার রকি উৎসুক হয়ে যৌথবাহিনীর অভিযান দেখতে যায়। অভিযানকালে সে পুলিশকে জামায়াত-বিএনপি কর্মীদের বাড়ি চিনিয়ে দিয়েছে এমন সন্দেহে ক্যাডাররা পরে তাকে একা পেয়ে ব্যাপক মারপিট করে। আহতাবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তির পর তার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল ভোরে তার মৃত্যু হয়। চট্টগ্রাম : শুক্রবার নগরীর আকবর শাহ থানার কর্নেলহাট এলাকায় অবরোধকারীদের পেট্রল বোমায় ফজলুর রহমান নামে এক রিকশাচালক দগ্ধ হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকলেও তিনি এখনো শঙ্কামুক্ত নন। এ ছাড়া চার উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার মিরসরাই, পটিয়া, সাতকানিয়া এবং লোহাগাড়ায় রাতভর পুলিশ এ সাঁড়াশি অভিযান চালায়। আটকৃতদের অধিকাংশই সহিংসতা মামলার আসামি।  রাজশাহী : রাজশাহীতে আজ থেকে ৩৬ ঘণ্টার হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিংকালে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা। গতকাল নগরীর সোনাদীঘি মোড়ে হরতালের সমর্থনে মিছিল বের করে পিকেটিংয়ের চেষ্টা করে হরতাল সমর্থকরা। এ সময় তারা রাস্তায় ইটপাটকেল নিক্ষেপ ভাঙচুর ও দুটি ককটেলের বিস্ফোরণ করে। তবে কয়েক মিনিটের মধ্যেই সেখানে পুলিশ হাজির হলে পিকেটাররা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং ওই সময় রাস্তা ফাঁকা হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া : শুক্রবার রাত ১০টার দিকে সদর থানার সামনে চারটি শক্তিশালী হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর আগে শহরের কাউতলী মোড়, মৌড়াইল, কলেজ গেট, জেলা পরিষদ প্রাঙ্গণ, ঘাটুরা মোড়সহ বিভিন্ন স্থানে কমপক্ষে ২৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটে। শুক্রবার রাত থেকে ১৭ জন বিএনপি নেতা-কর্মীকে আটক করে পুলিশ। বগুড়া : শহরের মাটিডালি মোড়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ২০ দলের নেতা-কর্মীরা। পরে অভিযান চালিয়ে সেখান থেকে বগুড়া সদর উপজেলা বিএনপির সহসভাপতি নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামসহ ১৪ জনকে আটক করে পুলিশ। দুপুরে শহরের ঝোপগাড়ি এলাকায় সবজিবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। সিলেট : সিলেটের কানাইঘাটে পিকআপ ভ্যান ও লেগুনায় আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। রাত ৯টার দিকে উপজেলার কুওয়েরমাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। বরিশাল : বিভাগের ছয় জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে বরিশালে পৃথক ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং জামায়াতে ইসলামী। খুলনা : শুক্রবার রাত সাড়ে ৮টায় নগরীর পিটিআই মোড়ে বোমাবাজির ঘটনায় চারজন আহত হন। এর আগে সাত রাস্তামোড় ও ময়লাপোতা এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে। এদিকে খুলনা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি আইয়ুব আলী মোল্লাকে একটি শাটারগান, তিনটি হাতবোমা ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। এই গ্রেফতারের প্রতিবাদে খুলনার তিন উপজেলা এলাকায় আজ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে শিবির।  মাদারীপুরে নৌপরিবহনমন্ত্রীর মালিকানাধীন পরিবহন ভাঙচুর : মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর টেক্সটাইল মিলসংলগ্ন এলাকায় নৌপরিবহনমন্ত্রীর মালিকানাধীন ‘সার্বিক পরিবহন’ নামে একটি পরিবহনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত রাত সাড়ে ৮টার দিকে। মাদারীপুর সদর থানার ওসি এমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত গাড়িতে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা হামলা করেছে। তবে গাড়িটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। গাইবান্ধা : জেলা সদরসহ ছয় উপজেলায় নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ২৬ নেতা-কর্মীকে শুক্রবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। এদিকে গতকাল হরতালের প্রতিরোধে ১৪ দলের সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ঝালকাঠি : জেলার নলছিটি উপজেলা পরিষদের সামনে একটি টেম্পোতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে শহর যুবদল নেতা বাহাদুর গাজীসহ ছয় বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। হবিগঞ্জ : পুলিশের বিশেষ অভিযানে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।  চাঁদপুর : চাঁদপুরে অবরোধে নাশকতা চেষ্টার অভিযোগে শুক্রবার রাত থেকে গতকাল পর্যন্ত ২০-দলীয় জোটের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জ : নাশকতা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতাসহ বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার শিয়ালকোল বাজারের কাছে পিকেটাররা তিনটি অটোরিকশা ভাঙচুর করেন। এতে অটোরিকশার চালকরাও আহত হন। নোয়াখালী : বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের মুক্তি দাবি ও সোনাইমুড়ীতে ছাত্রদল কর্মী হত্যার প্রতিবাদে নোয়াখালীতে আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি ও ছাত্রদল। কুমিল্লা : জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দল। শুক্রবার বিকালে মহানগরীতে ২০ দলের বিক্ষোভ মিছিল শেষে হরতালের ঘোষণা দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর