রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

৩০ ফুট মাটির নিচে চাপা পড়লেন শ্রমিক

গাজীপুরে শ্রীপুরের মাওনা বাজার এলাকায় টিউবওয়েলের পাইপ তুলতে গিয়ে গতকাল বিকালে প্রায় ৩০ ফুট কূপে মাটির নিচে চাপা পড়েছে এক শ্রমিক। ওই শ্রমিকের নাম সাইদুল ইসলাম (২৮)। সে জামালপুর সদর উপজেলার রনরামপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। শনিবার রাত ৮টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাশারফ হোসেন জানান, শনিবার মাওনা বাজার এলাকার জালালের বাড়িতে তিন মাটিকাটা শ্রমিক একটি টিউবওয়েলের পাইপ উঠানোর জন্য পাইপের পাশ দিয়ে মাটি কেটে অন্তত ৩০ ফুট গভীর গর্ত করে। এ সময় শ্রমিক সাইদুর ওই গর্তে নেমে মাটি খুঁড়ছিল। অপর শ্রমিকরা বালতি দিয়ে গর্ত থেকে মাটি উপরে তুলতে থাকে। এক পর্যায়ে বিকাল ৪টার দিকে কূপের পাশের মাটি ভেঙে পড়লে সাইদুর ওই কূপের ভিতর প্রায় ৩০ ফুট গভীরে মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই গর্তের পাশ দিয়ে আরেকটি গর্ত করে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল। এসময় প্রায় ২০ ফুটের মতো গর্ত খোঁড়া হয়েছে বলে জানা যায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর