রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বাসের ধাক্কায় এনএসআই সদস্য নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় আবদুস সাত্তার (৫২) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। মৃত আবদুস সাত্তার এনএসআই’র জ্যেষ্ঠ মাঠ কর্মকর্তা ছিলেন। এদিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় আরেক দুর্ঘটনায় আবদুর রশিদ (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শাহবাগ থানার এসআই সিরাজুল ইসলাম জানান, আবদুস সাত্তার গুলশান অঞ্চলে দায়িত্ব পালন করতেন। কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাসে ওঠার জন্য সকালে তিনি প্রেসক্লাবের সামনের সড়কে যান। এ সময় গাবতলী থেকে সায়েদাবাদ রুটে চলাচলকারী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে জামান মোল্লা নামে এক রিকশা চালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, মৃতের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের গোয়ালখালি গ্রামে। এসআই জানান, ঘটনার পরপরই বাসটি জব্দসহ চালক মামুনকে আটক করা হয়েছে। এদিকে, বেলা ১১টায় মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার সাত নম্বর সড়কে নির্মাণ কাজে ব্যবহৃত মিক্সার মেশিনবাহী একটি ট্রাকের ধাক্কায় আবদুর রশিদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের স্ত্রী খায়রুন নেসা জানান, অসুস্থ আবদুর রশিদকে নিয়ে তিনি সকালে বারডেম হাসপাতালে গিয়েছিলেন। সেখানে রক্ত পরীক্ষার পর তারা একসঙ্গেই ফিরছিলেন। এ সময় ট্রাক লেগুনাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। রশিদ পেশায় রং মিস্ত্রি ছিলেন। পরিবারের সঙ্গে তিনি বেড়িবাঁধ এলাকাতেই থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলা সদরে। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর