রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে ৩৫ কেজি গান পাউডার উদ্ধার

শিবির নেতা আটক

চাঁপাইনবাবগঞ্জে গত দুই দিনে প্রায় ৩৫ কেজি গান পাউডার উদ্ধার করেছে বিজিবি ও র‌্যাব। এর মধ্যে গতকাল দুপুরে এক কেজি ৫০ গ্রাম গান পাউডারসহ ইমরান আলী (২০) নামে শিবিরের ওয়ার্ড সভাপতিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এর আগে সকালে জেলার জহুরপুর সীমান্ত থেকে ১৫ কেজি ৭০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে ৯ বিজিবি’র সদস্যরা। গত পরশু বিজিবি সদস্যরা আরেক অভিযানে ১৮ কেজি গান পাউডার উদ্ধার করে।
র‌্যাব-৫ এর উপপরিচালক মেজর কামরুজ্জামান পাভেল জানান, দুপুর দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের    উপকণ্ঠ মহানন্দা ব্রিজের ওপর বারঘরিয়া থেকে ১ কেজি ৫০ গ্রাম গান পাউডারসহ তিন জনকে গ্রেফতার করা হয়। এরা হলেন : ১৩ নম্বর ওয়ার্ডের শিবির সভাপতি ইমরান আলী (২০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মাসুম (২১) ও শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের সামশুল হক (৪৪)। এদিকে ৯ বিজিবি’র উপপরিচালক মেজর মোসলেহ উদ্দিন জানান, গতকাল সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জহুরপুরটেক বিওপির একটি টহলদল নায়েক সুবেদার মো. আব্দুর রহমানের নেতৃত্বে এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১৯/৫ হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভিতরে পরিত্যক্ত অবস্থায় ২টি ছোট ছোট প্লাষ্টিকের ব্যাগ উদ্ধার করে। পরে ব্যাগ ২টি প্রাথমিক পরীক্ষা করে দেখা যায় ওগুলো গান পাউডার। এগুলোর ওজন ১৫ কেজি ৭০০ গ্রাম। নিশ্চিত হতে সেগুলো রাসায়নিক পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর