রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সব দলকে একসঙ্গে বসাতে চান এরশাদ

সব দলকে একসঙ্গে বসাতে  চান এরশাদ

শান্তি প্রতিষ্ঠায় জাতীয় কনভেনশন ডাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, একটি দল জনগণকে জিম্মি করে, মানুষ পুড়িয়ে, বোমা মেরে ক্ষমতায় যেতে চায়। আর সরকার তা চেয়ে চেয়ে দেখছে। তারা জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এ জন্য তাদের একদিন জবাবদিহি করতে হবে। তিনি বলেন, এখনো সময় আছে বর্বরতা বন্ধ করুন। তা না হলে ১৬ কোটি মানুষ দুই দলকে ক্ষমা করবে না। গতকাল জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। চলমান রাজনৈতিক সহিংসতার প্রতিবাদে জাতীয় পার্টির পক্ষ থেকে এই সমাবেশের আয়োজন করা হয়। এরশাদ বলেন, জাতি আজ মহাদুর্যোগে পতিত। এই দুর্যোগ ঘূর্ণিঝড়, সুনামি, আইলা, সিডরের চেয়েও ভয়াবহ। এই দুর্যোগ প্রাকৃতিক নয়, মানুষ সৃষ্টি করেছে। এ থেকে উত্তরণে আসুন সব দল মিলে একসঙ্গে বসি। তিনি বলেন, আজ ক্ষমতার জন্য মানুষের রক্ত নিয়ে হলি খেলা চলছে। রাজনীতির নামে সহিংসতা-নৃশংসতা-বর্বরতা চলছে। মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। ঘরে-বাইরে, ট্রেনে-বাসে কোথাও আজ মানুষ নিরাপদ নয়। যারা মানুষ হত্যা করছেন তাদের লক্ষ্য একটাই, ক্ষমতায় যাওয়া। কিন্তু মানুষ মেরে কী ক্ষমতায় যাওয়া যায়। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, প্রতিদিন যারা মরছে তারা কেউ রাজনীতি করে না। তারা সবাই সাধারণ মানুষ। বাঁচার অধিকার তাদের আছে। এরশাদ বলেন, কৃষকের মাথায় হাত। ইজতেমার সময়ও হরতাল-অবরোধ ডাকা হচ্ছে। এর মধ্য দিয়ে ইসলাম ধর্মের প্রতি কী শ্রদ্ধাবোধ দেখালেন প্রশ্ন করেন এরশাদ। তিনি পরিস্থিতি মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বসে থাকবেন না, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলুন। ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলু এমপি, এম এ হান্নান এমপি, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, সুনীল শুভ রায়, তাজ রহমান, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, জহিরুল আলম রুবেল, সোমনাথ দে, ইসাহাক ভুইয়া, সৈয়দ ইফতেকার আহসান হাসান ও মিজানুর রহমান মিরু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর