শিরোনাম
রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

র‌্যাব ডিজি ও আইজিপির বক্তব্য ধৃষ্টতাপূর্ণ

বিএনপি

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ ও সহিংসতা বন্ধসহ বিরোধী দল ও জনগণের মৌলিক-মানবিক অধিকার রক্ষার আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের দেওয়া বিবৃতিকে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে সহিংস ঘটনাবলির নিরপেক্ষ ও কার্যকর তদন্তের যে আহ্বান ক্ষমতাসীনদের প্রতি জানানো হয়েছে, তা নিয়ে জোটের পক্ষ থেকে সংশয় প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, ক্ষমতাসীনদের দিয়ে কোনো নিরপেক্ষ, সুষ্ঠু ও কার্যকর তদন্ত সম্ভব নয়। একই সঙ্গে র‌্যাব মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সাম্প্রতিক বক্তব্যকে ঔদ্ধত্য, ধৃষ্টতাপূর্ণ এবং এখতিয়ারবহির্ভূত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গতকাল জোটের পক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। বলা হয়, শুক্রবার রংপুরের মিঠাপুকুরে পুলিশের আইজি ও র‌্যাবের ডিজি জনসভায় রীতিমতো রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। তারা বিরোধী দল ও জনগণকে কঠোর ভাষায় হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে ক্ষমতাসীনদের বিরুদ্ধে আন্দোলনের পরিণাম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। বিরোধী দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে কটূক্তি করে তারা ক্ষমতাসীনদের রাজনৈতিক এজেন্ডার পক্ষে সাফাই গেয়েছেন। এর আগে বিজিবির ডিজিও একইভাবে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর হুমকি দিয়েছেন। এসব ঘটনা স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য দেশে অকল্পনীয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর