রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

গুলি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ অসম্ভব

গুলি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ অসম্ভব

সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মালিক জনগণ আজ জিম্মি হয়ে পড়েছে। জাতি আজ চরম অনিশ্চয়তা ও গভীর রাজনৈতিক সংকটে পতিত হয়েছে। বিরোধী নেতা-কর্মীদের গ্রেফতার এবং গুলি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে জনগণ মুক্তি চায়। সংঘাত-সংঘর্ষ-নৈরাজ্যের পরিবর্তে শান্তি, গণতন্ত্র ও আইনের শাসন চায়। গতকাল এক বিবৃতিতে ড. কামাল হোসেন আরও বলেন, গত এক বছরে নিয়ম রক্ষার সরকার সংলাপ সমঝোতার মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির পরিবর্তে চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা, চলাফেরা ও সভাসমাবেশ করার স্বাধীনতাসহ জনগণের গণতান্ত্রিক অধিকার কার্যত অস্বীকার করেছে। ৫ জানুয়ারির বর্ষপূর্তিকে কেন্দ্র করে সরকার ও ২০-দলীয় জোট আবার নেতিবাচক রাজনীতির প্রতিযোগিতা শুরু করেছে, যা কোনোভাবেই গণতান্ত্রিক নয়। সমাবেশ করতে না দেওয়ায় ২০-দলীয় জোট অবরোধ-হরতালের ডাক দিয়েছে। যাত্রীবাহী গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মানুষ পুড়ে মারছে। অন্যদিকে বিরোধী নেতা-কর্মীদের গ্রেফতার এবং গুলি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ অসম্ভব হয়ে পড়েছে। -নিজস্ব প্রতিবেদক

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর