রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সংকট সমাধানে চাই সমঝোতা

সংকট সমাধানে চাই সমঝোতা

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, চলমান রাজনৈতিক সংঘাত-সহিংসতা পরিহার করে আলোচনা বা সমঝোতার মাধ্যমে বর্তমান পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। প্রতিপক্ষকে নির্মূল করার চেষ্টা কোনোভাবেই ভালো লক্ষণ নয়। অতীতেও এ ধরনের পদক্ষেপে কোনো সুফল বয়ে আনেনি। এটা সবাইকে বুঝতে হবে। সমঝোতা না হলে এই অচলাবস্থার অবসান হবে না। বর্তমান অচলাবস্থা দেশের অর্থনীতি ও উন্নয়নে বিরূপ প্রভাব ফেলতে বাধ্য। গতকাল এফডিসিতে অনুষ্ঠিত ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি দরকার। সে কারণে ইতিবাচক রাজনীতি আমাদের সবার কাম্য। আমাদের নিজস্ব সাফল্যের ক্ষেত্রে ১৯৭১ সালে আমাদের দেশে ৭০ ভাগ দরিদ্র ছিল। এখন সেটা সেই হিসেবে ২৫ ভাগে নেমে এসেছে। কিন্তু বিশ্বের পিপির হারের পরিপ্রেক্ষিতে আমরা এখনো ৮০ ভাগ দরিদ্র সীমার নিচে আছি। সাফল্য আমরা পেয়েছি, তবে আমাদের আরও সাফল্য অর্জন করতে হবে। আর তার জন্য আমাদের সবাইকে একসঙ্গে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে নামতে হবে। সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নের জন্য জাতীয় উন্নয়ন জরুরি। তাই যত তাড়াতাড়ি সম্ভব আলাপ-আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী জোটকে এগিয়ে আসতে হবে। তা না হলে সংঘাত-সংঘর্ষ বাড়তেই থাকবে। ডিবেট অনুষ্ঠানে পাবলিক পার্লামেন্টে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশকে পরাজিত করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজয়ী হয়েছে। প্রতিযোগিতায় ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।-নিজস্ব প্রতিবেদক

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর