শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

মৃত্যু কড়া নাড়ছেই বার্ন ইউনিটে

মৃত্যু কড়া নাড়ছেই বার্ন ইউনিটে

সহিংসতার শিকার আরমান, মাসুম ও মিনারার জীবন এখন দুর্বিষহ। আরও অনেকের মতোই তাদের স্থান হয়েছে বার্ন ইউনিটে - জয়ীতা রায়

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গত কয়েকদিন ধরে মৃত্যু নামক যমদূত যেন ঠায় বসে আছে। গতকালও অবরোধ-নাশকতার বলি হয়েছেন আরও দুইজন। ফলে চিকিৎসক ও অবরোধে নাশকতার শিকার অগ্নিদগ্ধদের স্বজনরা প্রতিটি ক্ষণ কাটাচ্ছেন অজানা আশঙ্কায়। ভয়- এই বুঝি নিভে গেল মৃত্যুর সঙ্গে লড়াই করা আরেকটি প্রাণ। রাজনৈতিক সহিংসতায় গত কয়েকদিন ধরেই পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণে আহত হয়ে শিশু, কিশোর, যুবক-যুবতী ও বৃদ্ধরা এখানে ভর্তি হয়েছেন। দুর্বিষহ শারীরিক কষ্টের সঙ্গে লড়ে এরই মধ্যে ঝরে গেছে চারটি তাজা প্রাণ। অবরোধের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিনই এই হাসপাতালে অগ্নিদগ্ধরা ভর্তি হচ্ছেন। জীবন সংগ্রামে সাজু : একই ঘটনায় দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালের হাউ ডিফেন্স ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন রয়েছেন ফার্নিচার ব্যবসায়ী সাজু খলিফা। তার মুখমণ্ডল, হাত-পাসহ শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। পোড়া শরীর নিয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন তিনি। আগুনে পিঠ পুড়ে যাওয়ায় শুতে কষ্ট হচ্ছে সাজুর। উঠে বসার চেষ্টা করলেও চিকিৎসকরা বারণ করেন। সাজুর ভাই সুজন জানান, সাজু বগুড়া মোকামতলা এলাকায় ফার্নিচারের ব্যবসা করেন। বরিশাল পিরোজপুর মেলায় বিক্রি করতে ফার্নিচার নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে এ ঘটনা ঘটে। তিনি জানান, স্ত্রী শাহনাজ, তিন মেয়ে শারমিন (১৩), সুমনা (১১) ও জান্নাতিকে নিয়ে সাজুর সংসার। ফার্নিচার বানিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করে যা পেতেন তা দিয়েই কোনো রকম সংসার চলত। সাজু দগ্ধ শরীর নিয়ে কত দিন যাবৎ হাসপাতালে থাকতে হবে আর কত টাকা খরচ হবে তা নিয়ে এখন চিন্তিত সুজন। এদিকে গতকাল ঢামেকের বহির্বিভাগে গত বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করা কলেজছাত্র সানজিদ হোসেন অভির (১৯) মা নূরজাহান বেগম বাংলাদেশ প্রতিদিনের কাছে বলেন, ‘এ হাসপাতালে আমার ছেলের ভালো চিকিৎসা হয়নি। ছেলে আমার লেখাপড়ায় খুব ভালো ছিল। আমি চাই যাদের কারণে আজ আমার বুক খালি হয়েছে, তাদের বিচার হোক।’ ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল বলেন, অবরোধে দগ্ধ ২১ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সর্বশেষ খবর