শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সহিংসতার চিত্র জাতিসংঘে পাঠাবে আওয়ামী লীগ

বিএনপি জোটের টানা অবরোধ-হরতালের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বিশ্বনেতাদের নজরে আনবে আওয়ামী লীগ। বিএনপি জোটের আন্দোলনের সময় পেট্রলবোমা দিয়ে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াওসহ নানা নাশকতা, নৃশংসতার ভিডিও এবং স্থিরচিত্র জাতিসংঘে পাঠাবে ক্ষমতাসীন দলটি। ইতিমধ্যে সিডি, তথ্যচিত্র ও ভিডিওচিত্রের কাজ শুরু করা হয়েছে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। ৬ জানুয়ারি থেকে টানা অবরোধে শিশুসহ ৩৫ জন ককটেল ও পেট্রলবোমায় দগ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট এবং দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় অর্ধশত মানুষ চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া বই আকারেও প্রকাশ করা হবে স্থিরচিত্রগুলো। সেখানে বাংলা ও ইংরেজি ভাষায় স্থিরচিত্রের বর্ণনা দেওয়া হবে। এসব চিত্র শুধু জাতিসংঘেই নয়, জেলা-উপজেলা পর্যায়ে নেতাদের কাছেও পাঠানো হবে। গড়ে তোলা হবে সন্ত্রাসের বিরুদ্ধে জনমত। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপি-জামায়াত জোটের আন্দোলন যে কত সহিংস, নৃশংস ও নির্মম তা দেশবাসীর পাশাপাশি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবরোধ-হরতালের নামে বিএনপি জোট যা করছে তা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, জঙ্গিবাদী কর্মকাণ্ড। নাম প্রকাশ না করার শর্তে এক প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জাতিসংঘ আমাদের বিএনপির সঙ্গে সংলাপে বসতে বলে। কার সঙ্গে সংলাপে বসব? আইএস ও আল-কায়েদার সঙ্গে যেমন সংলাপ হয় না, তেমনি বিএনপি এখন যা করছে তা জঙ্গিবাদী কর্মকাণ্ড। আর এই জঙ্গিদের কর্মকাণ্ড বিশ্বনেতাদের নজরে নিয়ে আসতে স্থিরচিত্র ও ভিডিওচিত্র পাঠানো হবে। তাহলেই তারা বুঝবে বিএনপি রাজনৈতিক দল, না জঙ্গি সংগঠন।’

সর্বশেষ খবর