শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

কুমিল্লায় বন্দুকযুদ্ধে \\\'জিসান বাহিনী\\\'র প্রধান নিহত

কুমিল্লায় বন্দুকযুদ্ধে \\\'জিসান বাহিনী\\\'র প্রধান নিহত

কুমিল্লায় গতকাল গভীর রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে লক্ষ্মীপুরের 'জিসান বাহিনী'র প্রধান সোলেমান উদ্দিন জিসান (৩৫) নিহত হয়েছেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া বাইপাস সড়কের দৌলতপুরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জিসান নিহতের খবর পেয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী।

দাউদকান্দি মডেল থানার এসআই এনামুল হক জানান, রাত ২টার দিকে জিসান মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল। এ সময় র্যাব-১১ এর সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেয়। জিসান সংকেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং র্যাবকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই জিসান নিহত হয়। জিসানের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, জিসানের বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন, যুবলীগ নেতা সাফু, ছাত্রলীগ নেতা নোমান ও স্কুলছাত্র শিমুল হত্যাসহ অর্ধশত মামলা রয়েছে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, তাকে গ্রেফতারের জন্য পুলিশ অনেকবার অভিযান চালিয়েছে। তার বাহিনীর সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনাও ঘটেছে। এ সময় কয়েকজন পুলিশ সদস্যসহ বহুলোক গুলিবিদ্ধ হয়ে আহত হন। জানা গেছে, জিসানকে গ্রেফতারে লক্ষ্মীপুর জেলা পুলিশ পুরস্কারও ঘোষণা করেছিল। জিসান লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের পাঠাগার সম্পাদক ছিলেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় ২০০৪ সালে তাকে বহিষ্কার করা হয়। জিসান লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মৃত মাওলানা আবু বক্করের ছেলে। প্রসঙ্গত, ২০০২ সালে ছাত্রদল থেকে বহিষ্কৃৃত হওয়ার পর জিসান নিজ নামে এলাকায় দুই শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে একটি বাহিনী গড়ে তোলেন। তার বাহিনী লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর, পাঁচপাড়া, দেওপাড়া, চন্দ্রগঞ্জ, বেগমগঞ্জের আমানউল্যাপুর, আলাইয়ারপুর, সোনাইমুড়ীর বটগ্রাম, আবিরপাড়া, চাটখিলের খিলপাড়া, দেলিয়াইবাজারসহ বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করতেন। তার নেতৃত্বেই এসব এলাকায়, খুন, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলত বলে অভিযোগ রয়েছে।

 

 

সর্বশেষ খবর